পবিত্র কুমার দাস বগুড়ায় :শতাধিক বৃক্ষ রোপন করলো তরুন সেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার ২৬ শে জুন তরুন স্বেচ্ছাসেবী নিবির় দাস দীপ্ত এর উদ্যোগে “হেল্প ব্লাড ডোনেশন গ্রুপ, বগুড়া” সংগঠনের পক্ষ থেকে “বৃক্ষ রোপন কর্মসূচীর” আয়োজন করা হয়। এই কর্মসূচিতে বগুড়া ইসলামিক মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট ১০০টি ফলজ, ঔষধি,এবং ফুলের গাছ রোপণ করা হয়। উক্ত বৃক্ষ রোপন উদ্বোধন করেন বগুড়া সদর থানার সম্মানিত ওসি এস এম বদিউজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাবু প্রদীপ কুমার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক পরিমল প্রসাদ রাজ, সাংগঠনিক সম্পাদক,৬নং ওয়ার্ড,আওয়ামী লীগনির্মল দাস কালু , ডাঃ সুজিত তালুকদার, সাংবাদিক সংঞ্জু রায় (সভাপতি, ইয়ুথ ফোরাম,বগুড়া)মোহাম্মাদ আলী শান্ত (সভাপতি, ৬নং ওয়ার্ড ছাত্রলীগ) মোঃ রাজু আহমেদ(বিশিষ্ট ব্যবসায়ী) জয় কুমার দাস(পৌর ছাত্রলীগ নেতা) আরো উপস্থিত ছিলেন হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের পরিচালক,মোঃ হাবিবুর রহমান হাবিব সভাপতি, আব্দুল হাকিম আরিয়ান, সাধারণ সম্পাদক, সানমুন রহমান,যুগ্ম-সাধারণ সম্পাদক যোবায়ের রিওন, প্রচার সম্পাদক,নিবির দাস দীপ্ত এবং দূর্জয় দাস সহ অন্যান্য প্রমুখ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply