পটুয়াখালী জেলার সদর উপজেলাধীন বোতলবুনিয়া সড়কের বোতলবুনিয়া-কাজীরহাট সড়ক বেহাল হয়ে পরায় দেখা দেয় নানা জনদূর্ভোগ। নিত্যদিনই রাস্তার খাদে যানবাহন উল্টে পড়ে ঘটে নানা দূর্ঘটনা। বিষয়টি এলাকার কতিপয় তরুনদের নজরে আসলে তারা নিজেদের অর্থায়নে ও নিজ পরিশ্রমে রাস্তার ভাঙা মেরামত করেন। সরকারী কাজে এমন সহায়তার মাধ্যমে জনদূর্ভোগ দূরীকরণের প্রেক্ষিতে বিষয়টি বাহবা কুড়িয়েছে সর্বমহলে। উক্ত তরুনরা জানান, তাদের এরূপ স্বার্থহীন কর্মের দ্বারা সবাই ভালো কাজের প্রতি অনুপ্রেরণা পাবে। ফলে তরুনদের হাত ধরে একদিন বাংলাদেশ হয়ে উঠবে আরও সমৃদ্ধশালী।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply