গাইবান্ধার বালাশি ঘাটে ব্রহ্মপুত্র নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিন আগে ভারত তিস্তা ব্যারেজের সব কয়টি গেট খুলে দেওয়ায় ব্রহ্মপুত্রের পানি গত দুইদিনে অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে চরাঞ্চলের নিম্নাঞ্চলগুলো তলিয়ে যাচ্ছে পানির নিচে।
২৭ জুন (শনিবার) এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বালাশি ঘাটের প্রধান রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। শুধু তাই নয় আরও দেখা যায়, এলাকার দোকান-পাট এবং আশেপাশের এলাকায়ও বন্যার পানি ঢুকে পড়েছে। এ যেন মরার উপরে খরার ঘাঁ। একদিকে করোনার আতঙ্ক অন্য দিকে বন্যা।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply