পবিত্র কুমার দাস বগুড়া :রবিবার সকালে বগুড়া র্যাব-১২ ক্যাম্পেসামাজিক দুরত্ব বজায় রেখেএক প্রেস ব্রিফিং-এরমাধ্যমে ৫০০ বোতল ফেন্সডিলউদ্ধারের বিস্তারিত তথ্য তুলে ধরেনর্যাব-১২-এরভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সহকারী পুরিশ সুপার)মো.রওশন আলী।
প্রেস বিফ্রিং মোঃ রওশন আলী জানান, র্যাব-১২-বগুড়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিকদল ২৮ জুন রাত্রি৩.৪৫ ঘটিকার সময়বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীনউথলী রথবাড়ীস্থ সাহা হিমাগার(প্রাঃ)লিমিটেড এর সামনে অভিযানপরিচালনা করে অভিনব কায়দায়ফেন্সিডিল বহনের সময় ১।মোঃ রুবেল মন্ডল (৩০),পিতা-মোঃ শহিদুলইসলাম, গ্রাম- ঘোড়াপা, ২।মোঃ নুর আলম (২৮),পিতা- মোঃ মোজাম্মেল হক,উভয় থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদ্বয়কে আটক করা হয়।
তিনি আরও জানান, গোপনতথ্যের ভিত্তিতে চেকপোস্ট করার সময় একটিট্রাক(বগুড়া-ট-১১-২৪৭০) সন্দেহজনক মনেহলে উক্ত ট্রাকের ড্রাইভারকেজিজ্ঞাসাবাদে সে জানায় ট্রাকেফেন্সিডিল আছে। ট্রাকে বহনকৃতপাথরে নিচে লুকায়িত অবস্থায়ফেন্সিডিলগুলো আছে। পরবর্তীতে পাথরসড়িয়ে ট্রাক তল্লাশি করেপাথরের নিচে অভিনব কায়দায়রক্ষিত ৫০০ বোতল ফেন্সিডিলউদ্ধার করা হয় এবংট্রাকসহ ২টি মোবাইল ও৩টি সিম কার্ড জব্দকরা হয়। গ্রেফতারকৃত দুজনইমাদক ব্যবসায়ী এবং তার দীর্ঘদিনযাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল এর বড় বড়চালান সমগ্র বাংলাদেশে সরবরাহকরে আসছিল। গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলারশিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রামপ্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপারমোঃ রওশন আলী আরওজানান, মাদকের এ অভিযানকার্যক্রম চলমান থাকবে এবংভবিষ্যতে আরো জোরদার করাহবে। আইন শৃঙ্খলা বাহিনীরএ ধরনের তৎপরতা বাংলাদেশকেএকটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়েতুলতে পারবে বলে তিনিদৃঢ়ভাবে বিশ্বাস করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply