পটুয়াখালী সদর উপজেলা শাখার সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ অভিযান।
-
আপডেট টাইম :
সোমবার, ২৯ জুন, ২০২০
-
৩৮১
ভিউ টাইম
সোহাইব মাকসুদ নুরনবী,পটুয়াখালীঃ
জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ” সজীব ওয়াজেদ জয় পরিষদ” পটুয়াখালী সদর উপজেলা শাখার সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ অভিযান। বাংলাদেশকে চিরসবুজ করে ও বিশুদ্ধ অক্সিজেন গ্রহণের লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে নিজেদের উদ্যোগে পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন “সজীব ওয়াজেদ জয় পরিষদ, পটুয়াখালী সদর উপজেলার আহবায়ক মোকসেদুল মুমিন ও যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ খান।
আহবায়ক মোকসেদুল মুমিন ” ভোরের সকাল”কে জানান, তাদের এ বৃক্ষ রোপণ অভিযান এক সপ্তাহব্যাপী অব্যাহত থাকবে। এবং তিনি প্রতি ইউনিটের নেতৃবৃন্দকে কমপক্ষে ১ টি করে গাছের চারা রোপণের আহবান জানান।
দয়াকরে নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরী আরো খবর...
Leave a Reply