শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি উদ্বোধন দুপচাঁচিয়ায় উপ-সচিব ইলিয়াস মেহেদীর সাথে মতবিনিময় চিলমারী নদীবন্দরে ফেরি কুঞ্জলতা ফেরি উদ্বোধনের অপেক্ষায় দুপারের মানুষ নব যোগদানকারী ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শেরপুর ঝিনাইগাতীতে বিভিন্ন  সংগঠনের সাথে মতবিনিময় করেন  রাজনৈতিক অঙ্গনে আবারো সক্রিয় বেনাপোলের মাদক ব্যবসায়ী মীর আলম দুপচাঁচিয়ায় নাগর নদে পড়ে শি শুর মৃ ত্যু ১০ বোতল ভারতীয় মদ সহ দুইজনকে আটক করেছে ঝিনাইগাতী  থানা পুলিশ  দুপচাঁচিয়ায় স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে না পাড়ায় বিক্ষুব্ধ ছাত্রদের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত  বগুড়ায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আশিক নামের এক যুবকের হাত ও পা বিচ্ছিন্ন বগুড়ায় প্রকাশ্য দিবালোকে কলেজের প্রভাষককে কু পিয়ে হ ত্যা

মহুয়ার পিতা-মাতার প্রতারনার ফাঁদে স্বপ্ন ভাঙ্গলো প্রেমিক শামিনুরের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৫৩৩ ভিউ টাইম

বেনাপোল প্রতিনিধিঃ  যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা গ্রামের মনির হোসেন নেদা দম্পত্তির প্রতারনার ফাঁদে স্বপ্ন ভেঙ্গে ভবিষ্যত জীবন নষ্ট হওয়ার উপক্রম  যুবক শামিনুরের। বিয়ের আশ্বাসে দীর্ঘ তিন বছর প্রেমিকা মহুয়ার পড়াশুনা সহ উপহার সামগ্রী কিনে বড় অঙ্কের টাকা ব্যায়,হুমকী-ধামকী,হামলা-মামলা,সামাজিক ভাবে হেও হওয়া সহ বিবিধ চিন্তায় আত্নহত্যা ঝুঁকিতে রয়েছে সদ্য প্রতারিত হওয়া যুবক শামিনুর বলে জানিয়েছেন দূর্গাপুর গ্রামের জাহিদ হাসান। ঘটনার বর্ননায় তিনি সাংবাদিকদের বলেন,মেয়ের ৩ বছরের গভীর প্রেমজ সম্পর্ক জেনেও শুধুমাত্র পাত্রের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের চাকুরির লোভে  বিবাহিত ছেলের সহিত নিজের অবিবাহিত অনার্স পড়ুয়া কন্যাকে অর্থের লোভে বিয়ে দিয়ে  উজ্বল দুটি ভবিষ্যত জীবন হুমকীর মুখে ফেলে সমাজে দৃষ্টান্ত স্থাপন করলো রাজমিস্ত্রি মনির হোসেন ওরফে নেদা পরিবার। ডিজিটাল দেশে মেয়ের প্রেমিকের সাথে ডিজিটাল প্রতারনা করেছে সদ্য বিবাহিতা সাবেক শামিনুরের প্রেমিকা মহুয়া আক্তার মনিরার পিতা-মাতা।

প্রেমিক শামিনুরের সহিত মহুয়ার বিয়ে দেওয়ার মিথ্যা আশ্বাসে প্রলুদ্ভ করে দুই বছর নাটকীয় ভূমিকায় অর্থনৈতিক ভাবে সর্বশান্ত করেছে লোভী মহুয়া পরিবার। মহুয়া পরিবারের কুরুচী পূর্ন জঘন্য অপারাধের দৃষ্টান্ত মূলক শ্বাস্তি দাবি করেছেন জাহিদ ও শামিনুরের গ্রাম বাসী। গত ২৮জুন রবিবার বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়িতে ২৭ জুন বেনাপোল পোর্ট থানায় সদ্য বিবাহিতা মহুয়ার প্রেমিক শামিনুরের লিখিত অভিযোগের প্রেক্ষ্যিতে স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপে বিচার শালীস অনুষ্ঠিত হয় বলে জানা যায়। বিচারে নেদা পরিবার মেয়ের সাবেক প্রেমিক শামিনুরের সাথে অবিচার করছেন বলে প্রমানিত হয়। ধুরুন্ধর মহুয়ার পিতা নেদা ও তার সহোযোগী  সাবেক মেম্বার বাদল ছল-চাতুরি করে সিদ্ধান্ত জানাতে সময় নিয়ে সোমবার সকালে গোপনে মহুয়ার বিবাহ দেন আক্তারুল নামের প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষকের সাথে।

এ বিষয়ে বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে জানান,শামিনুরের সাথে অভিযুক্ত মেয়েটির পিতা-মাতা প্রতারনা করেছে। তাদের ছেলে-মেয়ের সম্পর্ক দুই পরিবার ই জানতো এমনকি শামিনুর ঐ বাড়িতে যাওয়া-আসা করতো তার সত্যতা প্রমানিত হয়েছে। মহুয়ার সাবেক প্রেমিক শামিনুরের থানায় লিখিত অভিযোগ তদন্তের দায়িত্ব পাওয়া বেনাপোল পোর্ট থানার এস আই মাসুম সাংবাদিকদের জানান,নেদার কন্যা মহুয়া আক্তার মনিরা পূর্বে শামিনুরের সহিত তার প্রেমের সম্পর্ক ছিলো বলে স্বীকার করে লিখিত ও মৌখিক জবানবন্দী দিয়েছেন। বর্তমানে বাবা-মা ও পরিপূর্ন বয়স প্রাপ্ত হওয়ায় সে তার পছন্দের শিক্ষক পুত্র কে বিবাহ করতে মত পোষন করায় সোমবার তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে আরো জানান। যুবক প্রেমিকের সাথে অভিনব প্রতারনার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888