শার্শা উপজেলার ভূমি সেবা শতভাগ ডিজিটাল
-
আপডেট টাইম :
রবিবার, ১২ জুলাই, ২০২০
-
৬৯৭
ভিউ টাইম
শার্শা প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলায় শতভাগ ডিজিটাল ভূমি সেবায় সর্ব সাধরনের কাছে উপজেলা ভূমি অফিস এখন জনবান্ধব।“ভূমি সেবা হচ্ছে ডিজিটাল বদলে গেছে দিনকাল” স্লোগান কে সামনে রেখে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) জনাব খোরশেদ আলম চৌধুরীর দক্ষ নেতৃত্বে উপজেলাবাসী কে পূর্নাঙ্গ ভূমি সেবা প্রদান সহ অফিস পরিচালনায় ঈর্ষনীয় পরিবর্তন এনেছেন। ডিজিটাল প্রচার-প্রচারনা সাথে দেওয়াল লিখন,গণ শুনানি, সাক্ষাৎকার,ইউনিয়ন অফিস নিয়মিত পরিদর্শন,গণসংযোগের মাধ্যমে উপজেলা ভূমি অফিসে সেবা প্রত্যাশীদের হয়রানী বন্ধ ও দালাল মুক্ত পরিবেশে সরকারী নির্ধারিত সময়ের পূর্বেই সেবা প্রদান করে জেলা জুড়ে সমাদৃত এখন শার্শা সহকারী (ভূমি) এর কার্য্যালয়।
ই-মিউটেশন কার্যক্রম বাস্তবায়নে শার্শা ভূমি অফিস শতভাগ অনলাইন সেবা দিচ্ছে। অনেকেই মুঠো ফোনে কল করে, সরাসরি সাক্ষাৎ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ও স্বচ্ছতার সহিত সেবা পাচ্ছেন। মানণীয় প্রধান মন্ত্রীর স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শার্শা উপজেলা ভূমি অফিস বদ্ধ পরিকর।অফিসে আগত সেবা প্রত্যাশী অনেক জনের সাথে আলাপচারিতায় জানা যায়,ভূমি কর্মকর্তা অনেক ইনোভেটিভ ও সৃজনশীল ব্যাক্তি। কারন ব্যখ্যায় তারা জানান,নতূন এস্যিল্যন্ড হিসাবে খোরশেদ আলম চৌধুরী যোগ দেওয়ার পর হতেই অফিসের সৌন্দর্য বর্ধন সহ নতুন করে সব সাজানো হয়েছে।ডিজিটাল ভূমি সেবা সম্পর্কিত বিষয়বস্তু ব্যাপক প্রচারণার জন্য ব্যানার ও ফেস্টন বিতরন করা হয়েছে। সেবা প্রত্যাশীদের কষ্ঠ লাঘবে কিছু ইনোভেটিভ আইডিয়া হাতে নিয়েছেন এবং দ্রুতই তা বাস্তবায়ন করবেন বলে শোনা যাচ্ছে।তিনি বৃক্ষ প্রেমিক হওয়ায় শার্শায় আসার পর হতেই বিভিন্ন ফলজ,ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা অফিস চত্তরে রোপন করেছেন।কোন সেবা প্রার্থী সেবা পেতে বিলম্বিত হয়েছেন বা হয়রানী হয়েছেন এমন কি এ্যাসিল্যান্ডের কাছে গিয়ে সেবা বা পরামর্শ পাননী এমন অভিযোগ বা নজির খুঁজে পাওয়া যাইনী। অন্যান্য উপজেলার ভূমি অফিসগুলোর চাইতে আধুনিকতার ছোয়া ও দ্রুততম সময়ে ভূমী সেবা প্রার্থীগণ শার্শা উপজেলা ভূমি অফিস হতে অনায়াসে সেবা পাচ্ছেন।
মুজিব বর্ষ কে ঘীরে উপজেলা ভূমি অফিসের আলোক সজ্জা সহ সাজ সজ্জা লক্ষ্যনীয় ছিলো। সাম্প্রতি “ United Nations PublicServiceAward-2020”-এ ভূমি মন্ত্রণালয় ভূষিত হওয়ায় উপজেলা ব্যাপী প্রচার-প্রচারনা চালাতে ব্যাপক উদ্দ্যেগ গ্রহন করেছেন উপজেলা ভূমি অফিস। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সরেজমিন বার্তাকে বলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর স্বপ্ন পূরণে প্রধাণমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে যাচ্ছেন। এরই ধারা বাহিকতায় ভূমি মন্ত্রাণালয়ের এ সন্মাননা অর্জন অত্যান্ত গৌরবের,একজন জনসেবক বা নাগরিক হিসাবে এ অর্জনের জন্য প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই।শার্শা উপজেলায় ভূমি সেবায় অগ্রযাত্রা ধরে রাখতে প্রতি সপ্তাহে ভূমি সহকারী কর্মকর্তা ওঅফিস সহকারীদেও পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রকাশ থাকে যে, ইতিমধ্যে শার্শা উপজেলা ভূমি অফিসে ডিজিটাল পদ্ধতিতে সকল কার্যক্রম সম্পন্ন হয়। মিউটেশন(ই নামজারী) তে শতভাগ সফলতা অর্জন করা, কৃষি উন্নয়ন কর আদায়ে শতভাগ সফলতা,ভিপি সম্পত্তির লীজ মানি আদায়ে শতভাগ সফলতা,বেথনা নদী এবং অবৈধ্য দখলকারীদের উচ্ছেদ অভিযান, জমি বিরোধ বিষয়ে গ্রামে গিয়ে সাধারন মানুষের সাথে মিশে ওঠান বৈঠকের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি,ডিজিটাল বোর্ডের মাধ্যমে সকল সেবা এবং তথ্যের বিষয় প্রচার ও ভূমির সেবা সংক্রান্ত সকল সেবা ও গুরুত্বপূর্ন বিষয় গুলো উন্মুক্ত প্রদর্শনীর ব্যাবস্থা করে প্রকৃত অর্থেই শার্শা বাসীর দৃষ্টি কেড়েছেন এ্যাসিল্যন্ড।স্বচ্ছতার সহিত ভূমির সকল কার্যক্রম ,ভেজাল বিরোধী অভিযান ও করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে ফ্রন্টলাইন ফাইটার হিসাবে কাজ করায় উপজেলা বাসীর কাছে সমাদৃত শার্শা উপজেলা প্রশাসনের চৌকস এ কর্মকর্তা।এ জনপদের ভূমি সেবা প্রার্থী গণের কাছে আতঙ্ক নই বরং ভরসা ও আশার আশ্রয়স্থল এখন শার্শা ভূমি অফিস।
দয়াকরে নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরী আরো খবর...
Leave a Reply