মোঃ বাদশা খান, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁন্দের কান্দি ইউনিয়নের স্বনামধন্য ইউপি চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম মিঠু মুসলমানদের বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রায়পুরা উপজেলার চাঁন্দের কান্দি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। চেয়ারম্যান খোরশেদ আলম মিঠু বলেন, খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল আযহা। মুসলিম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমি রায়পুরা উপজেলার চাঁন্দের কান্দি ইউনিয়নবাসীকে জানাই ‘ঈদ মোবারক।’
তিনি আরো বলেন,‘ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব,সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। পবিত্র ঈদুল আযহা আমি সকলের আনন্দ ও কল্যাণ কামনা করছি এবং পবিত্র ঈদুল আযহা শিক্ষা আমাদেরকে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করছি।
আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রোত হওয়াই কোরবানির মর্মবাণী। কোরবানির শিক্ষা মনে ধারন করে মানবকল্যানে নিজেকে উৎসর্গ করা সবার কর্তব্য। ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল আযহার শিক্ষার প্রতিফলন হোক এই কামনা করছি।
Leave a Reply