রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত আর্থিক সহায়তা প্রদান করলেন ফাঁপোর ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজের ক্যান্সার সেন্টার পরিদর্শন দুপচাঁচিয়ায় বিউটি পার্লারে অভিযান জরিমানা দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় জামায়াত কর্মী গ্রেফতার  দুপচাঁচিয়ায় জাতীয় যুব দিবস পালিত দুপচাঁচিয়ায় না’শকতা মামলায় বিএনপি’র নেতাসহ দুইজন গ্রে ফতার দুপচাঁচিয়ায় বিএনপি কর্মী ও মা দক বিক্রেতাসহ গ্রে ফতার তিন বেনাপোলে মাদক সম্রাট বাদশার ছেলে ইয়ামিন সোনার বার ও হুন্ডির টাকা সহ আটক দুপচাঁচিয়া পৌরসভার পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন মেয়র প্রার্থী প্রভাষক তৌহিদুল হোসেন মহালদার

বোয়ালমারীতে পাওনা টাকা ফেরত চাওয়ায় গৃহবধূকে নির্যাতন ও লুট-পাট

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪০৯ ভিউ টাইম

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে পাওনা টাকা ফেরত চাওয়ায় এক গৃহবধূর উপর নির্মম নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। ফরিদা বেগম (৪৫) নামের ওই নারীকে অভিযুক্তরা লোহার রড, হাতুড়ী ইত্যাদি দিয়ে উপর্যুপরি পিটিয়ে কোমরের হাড় ভেঙ্গে দিয়েছে, থেঁতলে দিয়েছে শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যাঙ্গ। ছিনিয়ে নিয়েছে গলার চেইন, কানের দুল ও নগদ টাকা। লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে গত ২৩ জুলাই উপজেলার তামারহাজী গ্রামে। থানায় দেয়া এজাহার ও ভুক্তভোগীর অভিযোগ সুত্রে জানা যায়, ফরিদা বেগম তার স্বামী মোঃ রিপন শেখসহ ৪ পুত্র সন্তান নিয়ে দীর্ঘ দিন ঢাকায় বসবাস করেন। সেখানে তিনি নিজে বিভিন্ন বাসা-বাড়িতে ঝি এর কাজ করেন। স্বামী রিপন রিক্সা চালান। দুই ছেলে গার্মেন্টস এ চাকরি করেন আর দুই ছেলে পড়েন মাদ্রাসায়। এভাবে সবাই মিলে পরিশ্রম করে বেশকিছু টাকা সঞ্চয় করেন ফরিদা। এক সময় সঞ্চিত সেই অর্থ দিয়ে গ্রামে সন্তানদের জন্য একটি ভালো বাড়ী করার স্বপ্ন দেখেন তিনি। তার এ স্বপ্নের কথা জানান আপন চাচাতো দেবর বিশ্বাসের পাত্র মোঃ শাখাওয়াত হোসেনকে। প্রস্তাব দেন ভালো এক খন্ড জমি কিনে দেওয়ার। প্রস্তাব লুফে নিয়ে নির্দিষ্ট একটি জমির কথা বলে ৫ লাখ টাকা দাবী করেন শাখাওয়াত। ফরিদা আগে-পিছে না ভেবে সরল বিশ্বাসে বছর দুয়েক আগে সম্পূর্ণ টাকা তুলে দেন বিশ্বস্ত শাখাওয়াতের হাতে। কিন্ত টাকা হাতে পেয়ে আস্থা-বিশ্বাস আর সম্পর্কের কথা বেমালুম ভুলে যান সুযোগ সন্ধানী প্রতারক শাখাওয়াত। শুরু হয় টাকা আত্মসাতের লক্ষে বিশ্বাসঘাতকতার রকমারী খেলা। জমি দলিলের কথা বলে একের পর এক দিন-ক্ষণ পাল্টানো, আজ না কাল, নানা অযুহাতে সময় ক্ষেপন করতে থাকে শাখাওয়াত। এভাবে বছর অতিক্রান্ত হলে ধর্য্যহারা ফরিদা বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এক পর্যায়ে টাকা ফেরত চান ফরিদা। শুরু হয় দ্বন্দ্ব। টাকা চাইতে মাঝে মধ্যেই গ্রামে আসেন ফরিদা। বেশী কথাও বলেন মাঝে মধ্যে। এতে রীতিমত ক্ষিপ্ত হয়ে উঠেন শাখাওয়াত। পরিকল্পনা আটেন শায়েস্তা করার। পূর্বের ধারাবাহিকতায় গত ২৩ জুলাই ফরিদা টাকার জন্য চাপ সৃষ্টি করলে অভিযুক্ত শাখাওয়াত ও তার সহযোগী আবুল বাশার লোহার রড, হাতুড়ী নিয়ে ফরিদার নির্জন বাড়ীতে চড়াও হয়ে তার উপর বর্বরোচিত হামলা চালায়। অভিযুক্তরা ফরিদার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দিয়ে তাকে পাড়াতে থাকে এবং রড ও হাতুড়ী দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে কোমরের হাড় ভেঙ্গে দেয়, থেতলে দেয় দুই উরু সহ দেহের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ। এক পর্যায়ে ফরিদা সঙ্গাহীন হয়ে পড়লে অভিযুক্তরা তার গলা থেকে স্বর্ণের চেইন, কানের দুল এবং শোকেচের ড্রয়ার থেকে নগদ এক লক্ষ টাকা লুটে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করেন। পরে প্রতিবেশীরা মুমুর্ষ অবস্থায় ফরিদাকে বোয়ালমারী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী ফরিদা বেগম। উল্লেখ, গত বছর উল্লেখিত আসামি সাখাওয়াত তামারহাজী উসমান শেখের বাড়িতে তাস দিয়ে জুয়া খেলার সময় পুলিশ তাকে আটক করতে গেলে পুলিশকে কিল-ঘুষি মেরে পানিতে ঝাপ দিয়ে সাখাওয়াত পালিয়ে যায়।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888