পবিত্র কুমার দাস প্রতিনিধি বগুড়া : এস আই সাধক রায় এর নেতৃত্বে এস আই নিরঞ্জন রায়, এস আই শামীম, এ এস আই মনির ফোর্সসহ মাদকদ্রব্য গাঁজা চাষের অপরাধে আসামী মোঃ এনামুল হক মোল্লা(৪০) পিতা-মোঃ রমজান আলী মোল্লা সং- পশ্চিম গোয়াল পাড়া, থানা- গাবতলি, জেলা- বগুড়াকে গ্রেফতার করিয়া আসামীর দেখানো মতে তার বেগুন ক্ষেতের মধ্যে থেকে পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার একটি গাঁজা গাছ যাহার ওজন কাঁচা অবস্থায় শেকড় ডালপালা সহ ৫১০ গ্রাম, এই বিষয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিলের ১৮(ক) ধারায় গাবতলি মডেল থানায় ৩০/০৭/২০২০ তারিখ নিয়মিত মামলা রুজু হইয়াছে উদ্ধার স্থান : পশ্চিম গোয়াল পাড়া গ্রামের জনৈক শাহজাহান এর বাড়ির পশ্চিম পার্শ্বে আসামীর লাগানো বেগুন ক্ষেতের মধ্যে হতে উদ্ধার
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply