প্রকাশিত সংবাদের প্রতিবাদ
-
আপডেট টাইম :
সোমবার, ১০ আগস্ট, ২০২০
-
৪১০
ভিউ টাইম
স্টাফ রিপোর্টার:: আমি মোঃ শাহিনুর রহমান বিশ্বাস পিতাঃ মৃত সৈফুর বিশ্বাস সাং-নারায়নপুর থানা-বেনাপোল পোর্টথানা,জেলা-যশোর,অনলাইন পোর্টাল প্রিয় নিউজ ২৪ এ “যশোরের বেনাপোলে ধারালো অস্ত্রের আঘাতে ২মহিলা গুরুতর জখম” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রতিবেদনটিতে আমাকে নিয়ে মিথ্যা,বানোয়াট ও মনগড়া সংবাদ পরিবেশন করা হয়েছে যার আমি নিন্দা সহ তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পূর্বপুরুষের জমিদারি প্রথার বুনিয়াদে সমাজে আমি একজন সন্মানীয় ব্যাক্তি ও গার্মেন্টস ব্যাবসায়ী। একটি কুচক্রী মহল আমাকে সমাজিক ভাবে হেও প্রতিপন্ন করতে মিথ্যা তথ্য সরবারহ করে আমার মান-সন্মান বিনিষ্ট করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। প্রতিবেদন টির প্রতিবেদক আমার বক্তব্য না শুনেই এক তরফা প্রতিবেদন তৈরী করে তা গন মাধ্যমে প্রকাশের মাধ্যমে সমাজে আমার সন্মান ক্ষুন্ন করেছেন।
প্রতিবেদনে আমাকে একাধিকবার ভূমিদস্যু বলা হয়েছে অথচ বেনাপোল ভূমি অফিসের অধীনে ৮টি মৌজা সহ অন্যত্র এলাকায় পারিবারিক যৌথ সম্পত্তির পরিমান এক হাজার বিঘার উর্দ্ধে ও আমার পূর্বপুরুষ গন শত বছরের বেশী জমিদারী প্রথা অনুযায়ী নারানপুর সহ পাশ্ববর্তী এলাকা গুলোর জমিদার ছিলো। জমিজমা নিয়ে বর্গা চাষীদের সাথে গোলযোগ হলেও তা নিতান্তই তুচ্ছ ঘটনা। প্রতিবেদন টিতে আমার হাতে মহিলা জখম হয়েছে লেখা হলেও প্রকৃত সত্য ঐ দিন ঐ ঘটনার সময় আমি ঘটনা স্থলেই ছিলাম না।লোকমুখে শুনেছি আমার ভাই সহ পরিবারের ২জন সদস্য আমাদের পৈত্রিক(এজমালি) সম্পত্তিতে গাছ লাগাতে গিয়ে বিবাদে জড়ায়।এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে বেনাপোল পোর্ট থানাকে অবগত করিয়ে অভিযোগ দায়ের করেছে আমার পরিবারের সদস্যরা।কেবলমাত্র আমার সামাজিক সন্মান বিনিষ্ট করার হিন কার্য চরিতার্থে আমার নামে কুৎসা রটনা করে অনলাইনে মিথ্যা সংবাদ পরিবেশনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
দয়াকরে নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরী আরো খবর...
Leave a Reply