ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের অনিয়ম বাধা দিতে গিয়ে মহিলা ইউ’পি সদস্য লাঞ্ছিত ও সন্ত্রাসী হামলা- এলাকায় উত্তেজনা
আপডেট টাইম :
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
৩৭০
ভিউ টাইম
মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে ইউ’পি চেয়ারম্যানের মনোনিত এক সন্ত্রাসী মহিলা ইউ’পি সদস্যের উপর হামলা করেছে। ঘটনাটি ঘটেছে ১১ আগস্ট মঙ্গলবার দুপুরে। বয়স্ক ও বিধবা ভাতার মোবাইল ফোনের সিম কার্ড সংক্রান্ত জন প্রতি ১০০ টাকা করে নেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর ইউ’পি চেয়ারম্যান কাউসার আলী ওরফে ডব্লিউ তার কতিপয় ব্যক্তিকে দিয়ে ইউ’পি কার্যালয়ে ১০০ টাকার সিম ২০০ টাকা করে নিচ্ছে। খবর পেয়ে ঐ ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউ’পি সদস্য আরজিনা বেগম চেয়ারম্যানের এসব দূর্নীতির প্রতিবাদ করলে ইউ’পি চেয়ারম্যানের হুকুমে এলাকার মুকবুল হোসেনের পুত্র রাজু (৩৫) ও ইউ’পি চেয়ারম্যান তাৎক্ষনিক উত্তেজিত হয়ে গ্রাম্য পুলিশের লাঠি দিয়ে ঐ মহিলা ইউ’পি সদস্য কে লাঞ্চিত করে ও সন্ত্রাসী হামলা চালায়। তার শরীরের বিভিন্ন ও গোপন জায়গায় মারপিট করিয়া গুরুতর আহত করেছে বলে ইউ’পি সদস্য আরজিনা বেগম সাংবাদিকদেরকে জানান । এছাড়া রাজু ও ইউ’পি চেয়ারম্যান তার শরীরের পরিহিত পোষাক ছিড়িয়া ফেলিয়া বিবস্ত্র করিয়া অশ্লীলতাহানী করা সহ তার মান-সম্মান নষ্ট করেছে বলে প্রত্যক্ষদোষীরা জানান। এ ব্যাপারে ইউ’পি চেয়ারম্যান কাউসার আলী ডব্লিউ জানান, ঘটনাটি অনাকাঙ্খিত ও মিমাংসার তৎপরতা চলছে। অপর দিকে ইউ’পি সদস্য আরজিনা বেগম জানান, আমি হাসপাতালে চিকিৎসাধীন আছি, সুস্থ হওয়ার পর ইউ’পি চেয়ারম্যান ও রাজুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। বিষয়টি এলাকায় উভয় পক্ষের সমর্থন ও আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঐ বিষয়ে কোনো লিখিত অভিযোগ থানায় এলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । মহিলা ইউপি সদস্য এখনো থানায় কোন অভিযোগ দেয়নি ।
Leave a Reply