মাসুদ রানা স্টাফ রিপোটারঃ বুধবার বিকেলে বগুড়ার কাহালু থানা পুলিশ উপজেলার তালোড়া পৌরসভাধীন পগইল এলাকায় নাগর নদীর বাঁধ থেকে অজ্ঞাত (৫২) এক ব্যক্তির লাশ উদ্ধার করেন। তার পরনে লাল রং এর হাফ প্যান্ট ছিল। এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে উক্ত ব্যক্তিকে নাগর নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন তাকে নদীর বাঁধে তোলেন তখনও তিনি জীবিত ছিলেন। তারপর সে তাৎক্ষনিক ভাবে অচেতন হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে কাহালু থানা পুলিশকে খবর দেওয়া হয়।
এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম এর সাথে কথা বলা হলে তিনি জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা করে মর্গে পাঠানো হয়েছে এবং অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়ার চেষ্টা করা হচ্ছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply