নিউজ ডেস্ক; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশ সফল হয়েছে। এই সংকট মোকাবিলায় বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে।
তিনি বলেছেন, অনেকেই না জেনে, না বুঝে স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন।
শনিবার (২৯ আগস্ট) মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের প্রশাসনিক ভবন, ছাত্রবাস ও জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাস্ক পরলেই করোনার ঝুঁকি অনেকটাই কমে যায়। একারণে তিনি সকলকে মাস্ক ব্যবহার করার অনুরোধ জানান।
জাহিদ মালেক বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারিতে আমেরিকা, ভারতসহ উন্নত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে, অর্থনীতিতে ধস নেমেছে। কিন্তু আমরা এখনও অনেকটা ভালো অবস্থানে আছি। দেশের জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) ছয় শতাংশ ধরে রাখতে সক্ষম হয়েছি। এটা সম্ভব হয়েছে সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে।
দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটোসহ আরও অনেকে।
এই ক্যাটাগরী আরো খবর...
Leave a Reply