পবিত্র কুমার দাস: বগুড়ার কাহালু উপজেলার কালাই কাউড়া গ্রামের হারুনুর রশিদ তার মেয়ে তিনদীঘি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ফারজানা খাতুনের বিয়ের আয়োজন করেন। সংবাদ পেয়ে শুক্রবার সন্ধ্যায় কাহালু থানার এস আই গুলবাহার ও এ এস আই মাসুদ রানা বিয়ের সত্যতার কথা কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমানকে জানান।
বিষয়টি জানার পর কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান কালাই কাউড়া গ্রামে উপস্থিত হন। পরে মেয়ের পিতা, বর সহ ৪ জনকে উপজেলা পরিষদ সভাকক্ষে আনা হয়।
বাল্য বিবাহের আয়োজন করায় ১০ম শ্রেণীর ছাত্রীর পিতা হারুনুর রশিদ (৬০)কে ১০ হাজার টাকা জরিমানা, বর রুবেল (২৬)কে ৬ মাস, বরের পিতা আশরাফ আলী (৬৫)কে ৬ মাস এবং কাজীর সহযোগী আমিনুল ইসলাম (৪৫)কে মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। বর রুবেল হোসেন এর বাড়ী আদমদীঘি উপজেলার শাওইল গ্রামে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply