দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া চামরুল ইউপি চেয়ারম্যানের দুর্নীতি অনিয়মের অভিযোগ দেওয়ায় সদস্যকে হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন
দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে ৯নং ওয়ার্ডের সদস্য শাহজাহান আলী শেখ উপজেলা নির্বাহী অফিসার সহ সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।
এতে চেয়ারম্যান ও তার অনুসারি সদস্যরা বিভিন্ন ভাবে তাকে হয়রানি করছে। এর প্রতিবাদে ২৯ আগষ্ট শনিবার বেলা ১১টায় দুপচাঁচিয়া প্রেসক্লাবে হয়রানির শিকার সদস্য শাহজাহান আলী শেখ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য শাহাজাহান আলী শেখ তার লিখিত বক্তব্যে বলেন, চামরুল ইউনিয়ন পরিষদের চেয়রম্যান শাহজাহান আলী দীর্ঘদিন যাবত তার অনুসারি কয়েকজন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যকে সাথে নিয়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও পরিষদের অর্থ আত্মসাত করে আসছে।
শাহজাহান আলী শেখ এর প্রতিবাদ করলে চেয়ারম্যান ও তার অনুসারিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। ৪নং ওয়ার্ডের সদস্য আলফাজ হোসেন প্রামানিক ও ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য বিউটি বেগম তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করতে থাকে। সদস্য শাহজাহান আলী শেখ এ ব্যাপারে গত ৮ আগস্ট শনিবার দুপচাঁচিয়া থানায় তাদের বিরুদ্ধে সাধারণ ডায়রী করে।
চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের মধ্যেস্থতায় গত ১০ আগস্ট সোমবার বিষয়টির মিমাংসা হয়। এর পর চেয়ারম্যান ও তার অনুসারিরা নতুন ভাবে সদস্য শাহজাহান আলী শেখের বিরুদ্ধে সড়যন্ত্রে লিপ্ত হয়। বিষয়টি সে জানতে পেরে গত ২৩ আগস্ট রোববার চেয়ারম্যান শাহজাহান আলীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার সহ সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেন।
চেয়ারম্যান ও তার সমর্থিত সদস্যরা বিষয়টি জানতে পেরে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে গত ২৫ আগস্ট মঙ্গলবার সংরক্ষিত মহিলা সদস্য বিউটি বেগমকে বাদী করে তার বিরুদ্ধে বগুড়া আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এর পরও চেয়ারম্যান ও তার সমর্থকরা সদস্য শাহজাহান আলী শেখের বিরুদ্ধে চৌকিদারকে বাদী করে মিথ্যা মামলা সহ বিভিন্ন ভাবে হয়রানি করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে সদস্য শাহজাহান আলী শেখ এর প্রতিবাদ জানিয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করেন। সেই সাথে চেয়ারম্যান শাহজাহান আলীর বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম ও পরিষদের অর্থ আত্মসাতের অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply