র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৬ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ রাত্রী ০১.২০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালি মোড়স্থ নিউ এশিয়ান হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আজিবর রহমান (৪২), পিতা-মোঃ আবুল হোসেন, সাং-কুরুল, থানা ও জেলা-লালমনিরহাট, অ/চ সাং-ভোগড়া বাইপাস এর পাশে, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর এবং ২। মোঃ ছগির হাওলাদার (২৭), পিতা-মোঃ সোহরাব হাওলাদার, সাং-ধাওয়া, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, অ/চ সাং-নাকালপাড়া লিচুবাগান, থানা-তেজগাঁও শিল্প এলাকা, ডিএমপি’দেরকে সর্বমোট= ১৪৫ বোতল ফেন্সিডিল, ০২ টি মোবাইল, ০৩ টি সীম এবং নগদ ৮০০/- টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply