বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দুপচাঁচিয়ায় ভাগ্নিকে ধ র্ষণের অ ভিযোগে খালু গ্রে ফতার উপজেলা নির্বাচন ২০২৪ নোয়াখালী,বেগমগঞ্জ বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ কামারুজ্জামানের সমাধীতে আরসিআরইউ’র শ্রদ্ধা বগুড়ার সেরা ফটোগ্রাফার হিসেবে আইফোন জিতলেন আরিফ শেখ দুপচাঁচিয়ায় জোহাল মাটাইয়ে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন রাজশাহী কলেজ শিক্ষার্থীদের ভাবনায় গৌরবদীপ্ত বিজয় দিবস বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত আর্থিক সহায়তা প্রদান করলেন ফাঁপোর ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজের ক্যান্সার সেন্টার পরিদর্শন দুপচাঁচিয়ায় বিউটি পার্লারে অভিযান জরিমানা

বগুড়ার গাবতলী উত্তর পাড়ায় বসতবাড়ি ও প্রাথমিক বিদ্যালয় সাথেই অবৈধ ইটভাটা। ইউএনও’র কাছে অভিযোগ।

  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪৮৭ ভিউ টাইম

বগুড়া জেলার-গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের উত্তর পাড়ায় বসতবাড়ি ও রামেশ্বরপুর উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে কোয়াটার কিঃমিঃ এর কম দুরত্বে চলছে আর এসএম নামের অবৈধ ইটভাটা।
ইউএনও’র কাছে অভিযোগ।

বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড উত্তরপাড়া এলাকায় প্রাইমারী স্কুল সংলগ্ন ৩ ফসলি কৃষি জমিতে বসত বাড়ি ও ফলজ বাগানের নিকট পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের ছাড়পত্র ছাড়াই গড়ে উঠছে অবৈধ ইটভাটা। উত্তরপাড়া আর,এস,এম ইটভাটায় চলছে নতুন করে অটো ইট ভাটা প্রস্তুতের কাজ। এলাকাবাসীর পক্ষে আশরাফু দ্দৌলা সরকার (পাপুল) বাদী হয়ে গত ৪ অক্টোবর গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূএে জানা যায়,পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতি/ছাড়পত্র ছাড়াই রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদ থেকে ১ কিলোমিটারের কম দুরত্বে লোকালয়ে রাস্তা ধারেই ৩ ফসলি কৃষি জমিতে গড়ে উঠেছে আর এম এস নামক ইটভাটা। চলছে পুরোদমে ইট ভাটা সংস্কারের কাজ। ভাটার আশে পাশে দিগন্ত জুরে কৃষি জমি ফলজ বাগান। যেখানে এখন আগের মত ফসল চাষাবাদ হচ্ছে না।

পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা যায় নির্মাণধীন ইটভাটা হইতে কমপক্ষে ১ কিলোমিটার দূরত্বের মধ্যে বিশেষ কোনো স্থাপনা, রেলপথ, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা, হাসপাতাল, ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান, বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান।

কিন্তুু সরজমিনে দেখা যায় তার ভিন্ন চিত্র। ২০০৯ সাল থেকেই চলছে লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা। উক্ত ইটভাটা থেকে বসত বাড়ি মাত্র ২৫ গজ দুরে। আশেপাশের আবাদি জমি দখল হয়ে গেছে ইটভাটার ছোবলে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, ইটভাটা থেকে উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুরত্ব ২৫০ মিটার।
ভাটার তাপমাত্রায়, ধোঁয়া কালি বালিতে আশে পাশের গাছে ফল-ফুল শুন্যের কোঠায় নেমে এসেছে। আশেপাশের সবুজের সমারোহে ধুসর কালো। ধানের গাছে ধান নেই আছে শুধু চিটা, এলাকাবাসীর শরীরে দেখা দিয়েছে চর্মরোগ সর্দিকাশি সহ বিভিন্ন ধরনের রোগ। সবচেয়ে ঝুকিপূর্ণ অবস্থানে রয়েছে গর্ভবতী মহিলা ও শিশুরা। পুরো এলাকার মানুষ ও প্রাঃবিদ্যালয়ের কোমলমতি শিশুরা রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে।

ভাটা নিয়ে এলাবাসীর মনে রয়েছে চরম ক্ষোভ। কিন্তু ভয়ে কেউ প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করতে গেলেই দেওয়া হয় হামলা, মামলার হুমকি। এমনকি হত্যার হুমকি দেওয়া হয়।

এ ব্যাপারে এলাকার পাপুল সরকার এই প্রতিবেদক এর কাছে অভিযোগ করে জানায়ঃ আমার বসত বাড়ি ইট ভাটার একদম পাশেই। ২০০৯ সাল থেকে ইট ভাটার ধুলা কালি বালু অার অতিরিক্ত তাপমাত্রা বসবাস করতে হচ্ছিলো আমাদের পরিবার কে। ইট ভাটার বিষাক্ত গ্যাস, কালি ধুলা বালিতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই আমার মা,বাবা, বউ,বাচ্চা সহ (৪) জন মানুষ কে অকালে হাঁড়িয়েছি এক বছর সময়ের মধ্য।
বর্তমানে আমি অামার ছোট ভাই সহ বাড়িতে (৩)টি শিশু বাঁচ্চা নীয়ে মোট (৬) জনের পরিবারের সবাই চর্মরোগ, সর্দি,কাশি,শ্বাসকষ্ট, থাইরয়েড, অনিয়ন্ত্রিত রক্তচাপ, সাইনো সাইটিস সহ বিভিন্ন সমস্যায় ভুগতেছি।

প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের টাকা থেকে আড়াই লক্ষ টাকা ও নিজস্ব ভাবে আড়াই লক্ষ টাকার সংস্থান করে মোট (৫) লক্ষ টাকা ব্যয়ে- “সরকার এগ্রো” নামের একটি খামারের অবকাঠামো নির্মান করেছি কর্মসংস্থানের জন্য।

উপজেলা পশু সম্পদ কর্মকর্তার মতে-ইট ভাটার পাশে গবাদি পশু/ পাখির বসবাস থাকলে,ভাটার ক্ষতিকারক প্রভাব গুলো প্রাণী দেহে পরবে। গবাদি পশুপ্রতিপালন করে জিবীকা নির্বাহ করে খাবো আজ সেটা ও ঝুকিপূর্ণ।

ইট ভাটা মালিক শাজাহান আলীর বক্তব্যঃ আমি আশরাফুল দৌলা সরকার( পাপুল) এর কাছ থেকে প্রায় এক লক্ষ ইটের বকেয়া টাকা পাবো। টাকা চাইতে গেলে সে বিভিন্ন তালবাহানা করে এবং আমাকে হয়রানি মূলক ভাবে বিভিন্ন জায়গায় আমার ইটভাটার নামে অভিযোগ করে আমাকে একের পর এক হেয় প্রতিপন্ন করে আসছে।

ভাটার মালিকের কাছে কতৃপক্ষের অনুমতি নেয়ার কাগজ দেখতে চাইলে সে কোন কাগজপত্র দেখাতে পাড়েনী।

এ ব্যপারে যোগাযোগ করা হলে ইউএনও কে মুঠোফোনে পাওয়া যায়নি।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888