শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপচাঁচিয়ায় ভাগ্নিকে ধ র্ষণের অ ভিযোগে খালু গ্রে ফতার উপজেলা নির্বাচন ২০২৪ নোয়াখালী,বেগমগঞ্জ বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ কামারুজ্জামানের সমাধীতে আরসিআরইউ’র শ্রদ্ধা বগুড়ার সেরা ফটোগ্রাফার হিসেবে আইফোন জিতলেন আরিফ শেখ দুপচাঁচিয়ায় জোহাল মাটাইয়ে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন রাজশাহী কলেজ শিক্ষার্থীদের ভাবনায় গৌরবদীপ্ত বিজয় দিবস বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত আর্থিক সহায়তা প্রদান করলেন ফাঁপোর ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজের ক্যান্সার সেন্টার পরিদর্শন দুপচাঁচিয়ায় বিউটি পার্লারে অভিযান জরিমানা

ঠাকুরগাঁওয়ে  রাণীশংকৈলে সরকারী হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ২৮৯ ভিউ টাইম
মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,কোভিড-১৯ এর কারণে সমগ্রহ দেশ এক বিপর্যয়ের মধ্যে পড়েছে, এর মাঝে উত্তরবঙ্গের সীমান্তঘেঁষা ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা পড়েছে আরো বেশি বিপর্যয়ের মধ্যে। মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক পযার্য়ে পৌছে গেছে। দিনমজুর সহ গ্রামীণ মানুষের অর্থনৈতিক অবস্থা পঙ্গু হয়ে পড়েছে। লাগাতার ভারী বর্ষণের কারণে চাল ডাল শাক সবজি সহ নিত্য পণ্যের দাম ব্যাপকভাবে বৃদ্বি পেয়েছে। পাশাপাশি গো-খাদ্যর দাম বৃদ্ধি পেয়েছে বিশেষ করে ধানের খড়(কাড়ি) অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। এত বিপর্যয়ের মধ্যেও সাধারণ মানুষ ঘুরে দাড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে মানুষের এই ঘুরে দাড়ানোর চেষ্টায় বেজায় বিপত্তি সৃষ্টি হয়েছে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হাট-বাজারগুলোতে। হাট বাজারে বিভিন্ন ভোগ্য পণ্যের হাসিল(ইজারা) অতিরিক্ত আদায় করা হচ্ছে। এতে সাধারণ মানুষ চরমভাবে অর্থনৈতিক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ নিয়ে প্রশাসনের যেন কোন মাথা ব্যাথা নেই বলে মনে করেন হাট-বাজারের ক্রেতা বিক্রেতারা। রানীশংকৈল উপজেলা প্রশাসনের ওয়েব সাইট ঘেটে দেখা যায়, রানীশংকৈল উপজেলা জুড়ে মোট হাট ১৫টি। এই হাটগুলোর প্রত্যেকটি হাটেই নিয়ম বহির্ভুতভাবে অতিরিক্ত হাসিল আদায় করা হয়। একটি হাটেও রানীশংকৈল উপজেলা প্রশাসনের নুন্যতম নজরদারি নেই। ১৫টি হাটের মধ্যে সর্ব-বৃহৎ দুটি হাট হল কাতিহার ও নেকমরদ হাট। এর মধ্যে কাতিহার হাট ১৪২৭ সনের জন্য ইজারা দেওয়া হলেও আইনি জটিলতায় নেকমরদ হাটের ইজারা প্রদান বন্ধ রয়েছে। বর্তমানে এ হাটটি রানীশংকৈল  উপজেলা নির্বাহী অফিসার ও হাট-বাজার ইজারা কমিটির সভাপতি মৌসুমী আফরিদার সরাসরি তত্বাবধানে চলছে। এ হাটেও অতিরিক্ত টোল আদায় করার অভিযোগ উঠেছে। গত রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটে বিপুল পরিমাণের মানুষের আনা গোনা,কেউ গরু ছাগল হাসমুরগী ধান সহ বিভিন্ন পন্য বিক্রি করছে কেউ বা কিনছে। ইজারাদারের টোল আদায়কারী ব্যক্তিরা রশিদ বই ও কলম টেবিল নিয়ে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে গরু ছাগলের হাটের বিভিন্ন স্থানে বসে রয়েছে। যারা গরু বা ছাগল কিনছে তারা হাসিল দিয়ে রশিদ নিচ্ছে ঠিকই তবে রশিদে হাসিল দেওয়ার টাকার পরিমাণ লেখা থাকছে না। অন্যদিকে রশিদে হাসিলের পরিমাণ লেখে না দিয়ে আদায় করা হচ্ছে গরু প্রতি ৩২০ টাকা আর ছাগল প্রতি ১৪০ থেকে ১৫০ টাকা। এছাড়াও সাইকেল ধান হাসমুরগীর বাজারেও আদায় করা হচ্ছে অতিরিক্ত হাসিল। হাটে কেউ সামাজিক দুরত্ব বা স্বাস্থ্য বিধি মেনে চলছে না। হাট ইজারা না হলেও ইজারা রশিদে ইজারাদারের নাম সম্বলিত রশিদ দেওয়া হচ্ছে। এদিকে নির্দিষ্ট ইজারাদার নিয়োগ প্রক্রিয়া আইনি জটিলতায় আটকে যাওয়ায় নিয়মনুযায়ী প্রতি হাটে উন্মুক্ত ডাকে ইজারা প্রদানের নিয়ম থাকলেও নেকমরদ হাটটি তিনি বরাবরই রাজীব নামে ব্যক্তিকে হাট ইজারা দিয়ে আসছেন ইউএনও। যা নিয়ে অন্য হাট ইজারাদারদের মাঝে চরম ক্ষোভ সঞ্চার হয়েছে। রানীশংকৈল উপজেলার রাউতনগর এলাকার গরু ক্রেতা মাসুদ বলেন, বাইশহাজার টাকা দিয়ে একটি বাছি গরু কিনে হাটে ইজারা দিলাম ৩২০ টাকা। একইভাবে ঘুর্নিয়া এলাকার আলম বলেন, একটি গরুতে আগে নিতো ২৫০ টাকা তারপর ২৭০ টাকা। এবারের কোরবানি ঈদের পর থেকে ৩২০ টাকা করে আদায় করছে ইজারাদার, যা অসহনীয়। তিনি আরো বলেন , শুনেছি সরকারী দর মাত্র ২৩০ টাকা অথচ তারা আমাদের সাধারণ মানুষকে জিম্মি করে আদায় করছে ৩২০ টাকা। প্রশাসন অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়টি জেনেও কিছুই করছে না। তাই আমরা নিরুপায় হয়ে অতিরিক্ত হাসিল দিচ্ছি। ঠাকুরগাঁও জেলা প্রশাসকের র্সবশেষ হাসিল আদায়ের অনুমোদিত তালিকা ঘেটে দেখা যায়, গরু প্রতি ২৩০ টাকা ছাগল প্রতি ৯০ টাকা সাইকেল প্রতি ১১০ টাকা । অথচ ঠাকুরগাঁও  জেলা প্রশাসনের নির্ধারিত হাসিলের দর উপেক্ষা করে গরু প্রতি আদায় করা হচ্ছে ৩২০ টাকা ছাগল প্রতি ১৪০ থেকে১৫০ টাকা এবং সাইকেল প্রতি ২৫০ টাকা। নেকমরদ হাট পরিচালনাকারী রাজিব এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে বক্তব্য নিতে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদার মুঠোফোনে ২টা ২০ মিনিটে ফোন দিলে তিনি ফোন ধরেন নি।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888