হিলি প্রতিনিধি দিনাজপুরের হিলিতে মাদকসেবনের অভিযোগে পাঁচ মাদকসেবীকে ২ মাস ও ৩ মাস মেয়াদে কারাদন্ড ও প্রত্যেককে ১শ টাকা করে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার দুপুরে হিলির মাদক অধ্যুষিত চুড়িপট্টি এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রাফিউল আলম তাদের এই দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো, উজ্জল রায়, কোরবান আলী, নাজমুল হক, আপেল মাহমুদ, জামিল উদ্দিন, তাদের সকলের বাড়ি জয়পুরহাট, দিনাজপুরের হিলি ও ফুলবাড়িতে। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বলেন, আজ দুপুরে অভিযান চালিয়ে মাদকসেবনের অভিযোগে ওই ৫ মাদকসেবীকে আটক করা হয়। তারা সকলেই র্দীর্ঘদিন ধরে মাদকসেবন করতো বলে আমাদের নিকট স্বিকার করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জামিলকে ৩মাস ও বাঁকী ৪জনকে ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একইসাথে তাদের প্রত্যেককে ১শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়, অনাদায়ে আরো সাত দিনের কারাদন্ড প্রদান করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply