শাফায়াত সজল, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর থানাধীন স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির চলমান মাদক বিরোধী অভিযানে ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। পুলিশের জালে ধরা পড়া সেই মাদক ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (৫-১১-২০) মঙ্গলবার রাত্রি আনুমানিক ৮ ঘটিকার সময় জানতে পারে একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থান করছে।
খবর প্রাপ্তির পরপরই স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাহ মোঃ এনায়েতুর রহমান এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর হোসেন, এএসআই হাসান আলী সহ একদল পুলিশ খান্দার এলাকার কারমাইকেল রোডে অভিযান চালিয়ে আরেফীন ইসলাম ওরফে জনি (৩৪) নামের একজনকে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে শরীরের মধ্য বিশেষ কায়দায় রক্ষিত রাখা ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
উক্ত মাদক ব্যবসায়ী জনি মালগ্রাম মধ্যপাড়া/ তেতুলতলা এলাকার মৃত মোফাজ্জল হোসেন ওরফে মনা’র পুত্র। এরিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply