ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ফ্রান্সে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
আপডেট টাইম :
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
৪৬৭
ভিউ টাইম
মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ফ্রান্সে মহানবী (সা.) নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শনী, মুসলমানদের উপর হামলা ও নিপিড়নের প্রতিবাদে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী। উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি ইসলাম প্রিয় তৌহিদী জনতার উদ্যোগে ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা মুজাহিদ জামে মসজিদ হতে তৌহিদী জনতা ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় গোল চত্বরে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বালিয়াডাঙ্গী উপজেলা মুজাহিদ মসজিদের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলমের এর সভাপতিত্বে ও সাংবাদিক হারুন অর রশিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট ইউসুফ আলী,সমাজকর্মী মুহাম্মদুল্লাহ রায়হান দুলু,মুজাহিদ জামে মসজিদের খতিব নুর হোসেন ও তৌহিদী জনতার ওলামায়ে কেরামগণ। এদিকে, ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (স.) কে নিয়ে কটুক্তি, অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অনেক তোহিদি জনতা অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সে সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রসুল (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরণের কর্মকান্ড বেড়ে গেছে। আমরা এসবের নিন্দা জানাচ্ছি এবং এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
Leave a Reply