দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
৭ ডিসেম্বর সোমবার দুপচাঁচিয়া পৌরসভার প্রায় ৩৬ লাখ টাকা ব্যয়ে আরসিসি রাস্তার কাজের উদ্বোধন করেন, মেয়র জাহাঙ্গীর আলম। পৌরসভার ২০২০-২১ অর্থবছরের গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উনśয়ন প্রকল্প-টু (আইইউআইডিপি-২) অর্থায়নে প্রায় ৩৬ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে মেইল বাসস্ট্যান্ডের জোব্বারের বাড়ি থেকে মন্ডলপাড়ার তালোড়া রোর্ড পর্যন্ত ১৭শ ফুট দৈর্ঘ্য আরসিসি রাস্তা নির্মাণ হবে। এ সময় পৌরসভার সহকারি প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সালমা খাতুন, উপ-সহকারি প্রকৌশলী আতিকুর রহমান, নক্সাকার তাজুল ইসলাম রঞ্জু, সার্ভেয়ার শামছুজ্জামান, কার্য-সহকারী আব্দুর রহমান, কাউন্সিলার এসএম কায়কোবাদ, আব্দুস সালাম আলম, রেজানুর রহমান তালুকদার রাজিব, সংরক্ষিত কাউন্সিলার জাহানারা বেগম, নিপা বেগম, গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রকল্পটির ঠিকাদার আবুল কালাম আজাদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply