দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১৬ ডিসেম্বর বুধবার দুপচাঁচিয়া প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে এ দিন সূর্যদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতি অম্লানে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে প্রেসক্লাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাজু মন্ডল, ফিরোজ হোসেন, সাহিত্য সম্পাদক প্রভাষক মতিউর রহমান দেওয়ান পলাশ, অর্থ সম্পাদক প্রভাষক রমেন্দ্রনাথ পোদ্দার, দপ্তর সম্পাদক এমদাদুল হক, কার্যনির্বাহী সদস্য এটিএম সামাদ কোব্বাদ, মেশকাতুর রহমান, অসীম কুমার দাস, দুলাল বসাক সহ প্রমুখ।
সমগ্র সভাটি পরিচালনা করেন, ক্লাবের সাধারণ সম্পাদক কেএম বেলাল। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্থাস্থ্য এবং জাতির অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply