দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
২৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া থানা পুলিশ ইয়াবা ও মটরসাইকেল সহ মোক্তার হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছেন। জানা গেছে, ঘটনার দিন গোপন সূত্রে খবর পেয়ে এসআই খায়রুল ইসলাম, এএসআই মামুন, সিরাজুল সঙ্গীয় ফোর্স সহ উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থান করেন। এ সময় মটরসাইকেল নিয়ে মোক্তার হোসেন (২৪) এলে তার পথ রোধ করেন এবং তার দেহ তল্লাশী করিয়া ১২পিচ ইয়াবা ইদ্ধার করেন। সে উপজেলার শিয়ালা গ্রামের আব্দুর রাľাকের ছেলে। এ সংক্রান্তে গতকালই তার বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। থানা অফিসার ইনচার্জ হাসান আলী জানান, গ্রেফতারকৃত মোক্তার হোসেনকে মঙ্গলবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply