সোবাহান সৈকত সদরপুর (ফরিদপুর)থেকে চলতি মৌসুমে ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় সরিষার বাম্পার ফলন হওয়ায় স্থানীয় কৃষকদের মুখে হাসি ফুটেছে।
গত বর্ষা মৌসুমে দফায় দফায় বন্যার কারণে আমন ধান ও পাটসহ বিভিন্ন ফসল হারানোর ক্ষতি কাটিয়ে উঠতে
কৃষকরা ঝুঁকেছেন সরিষার আবাদে।
অনুকুল আবহাওয়া এবং সময় মত সার প্রয়োগের কারনে এবার সরিষার বাম্পার ফলন লক্ষ করা যাচ্ছে। কিন্তু
সরিষার ন্যায্য দাম পাওয়া নিয়েও
শংকা রয়েছে স্থানীয় কৃষকদের মাঝে। তবে শেষ পর্যন্ত উপযুক্ত দাম পেলে লাভবান হবেন, এবং পিছনের ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন কৃষকরা।
সদরপুর উপজেলার চরাঞ্চলে দিগন্তজোরা ফসলি জমিতে হলুদ সরিষার ফুলে ভরে গেছে। জেন স্বপ্নের রঙে বর্ণিল সাজে সেজেছে প্রকৃতি। এবার বন্যার কারনে ফসলি জমিতে পলি জমায় সরিষার বাম্পার ফলন হয়েছে বলে জানান উপজেলা কৃষি বিভাগ।
উপজেলার চরনাচিরপুর, দিয়ারা নারিকেল বারিয়া, চরমানাইর, ঢেউখালি , আকটের চর ও ভাষাণচর ইউনিয়নে চলতি মৌসুমে প্রচুর পরিমানে সরিষার আবাদ করা
হয়েছে। বর্তমানে সরিষার বাজার দর রয়েছে প্রতি মন ২৬০০থেকে ২৭০০ টাকা। এমন দাম থাকলে আগামিতে আরো বেসি জমিতে সরিষার আবাদ করবেন বলে জানান স্থানীয় কৃষক সায়াদ সর্দার, জসিম মোল্লা, শাহেদ বেপারী, সেকেন্দার মোল্লা ও ইলিয়াস কাজীসহ অনেক কৃৃষকরা।
এই ক্যাটাগরী আরো খবর...
Leave a Reply