দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ৩ জানুয়ারী রোববার সন্ধ্যায় দুপচাঁচিয়া প্রেসক্লাবে বিশিষ্ট ব্যবসায়ী আফজাল হোসেন নয়ন ব্যক্তিগত অর্থায়নে সিঙ্গার এলইডি ৪০ ইঞ্চি টিভি প্রদান করেছেন। এ উপলক্ষে প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট ব্যবসায়ী আফজাল হোসেন নয়ন ও তার সহধর্মীনী সিদ্দিকা রিনি ছাড়াও প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সাজু মন্ডল, ফিরোজ হোসেন, অর্থ সম্পাদক রমেন্দ্রনাথ পোদ্দার, অসীম কুমার দাস, দুলাল বসাক, মেশকাতুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সমগ্র সভাটি পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply