বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জিপিএ ৫ পাওয়া অদম্য সাদিয়ার পাশে দাড়ালেন ছাত্রলীগ নেতা জাফর বাড়ি ফেরা হলো না আর  আরব আলীর ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন শেরপুর ৩ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডি এম শহিদুল   দুপচাঁচিয়ায় তিন মা’দক সেবী সহ গ্রে ফতার ছয় মায়া ঝড়া বক্তব্যে  মানুষের আস্থা অর্জন করেছে এডিএম শহিদুল ইসলাম ধানশাইল উচ্চ বিদ্যালয়ের অবৈধ নিয়োগে  বাধা দিলে বাদীকে ছুরিআঘাত করল বিবাদী  চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি উদ্বোধন দুপচাঁচিয়ায় উপ-সচিব ইলিয়াস মেহেদীর সাথে মতবিনিময় চিলমারী নদীবন্দরে ফেরি কুঞ্জলতা ফেরি উদ্বোধনের অপেক্ষায় দুপারের মানুষ নব যোগদানকারী ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শেরপুর ঝিনাইগাতীতে বিভিন্ন  সংগঠনের সাথে মতবিনিময় করেন 

শিবগঞ্জ সিহালী কসাই পড়ায় সিনেমার স্টাইলে চলছে জুয়া খেলা! 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪৩৬ ভিউ টাইম

 আতাউর রহমান জেলা প্রতিনিধি :

শিবগঞ্জ উপজেলায় পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেদারসে চলছে জুয়া খেলা। কোন কিছুতেই দমন করা যাচ্ছে না সামাজিক ব্যধি নামক জুয়া। কিছু কিছু জুয়াড়ীদের মিথ্যা প্রলোভনে মাধ্যমে উঠতি বয়সের ছেলেদের এ নেশায় আসক্ত করা হচ্ছে এবং সর্বস্ব হারাচ্ছে অনেকেই। সরেজমিনে দেখা যায়,শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের সিহালী কসাই পড়া গ্রামের পার্শ্ববতী ঝোপঝাড়ের মধ্যে স্থানে পিরব ইউনিয়ন ও আশেপাশের ইউনিয়ন থেকে আগত বেশ কয়েকজন জুয়াড়ি ও সুদারু মিলে গরীব অসহায় সম্বল হারা ব্যক্তিদের কাছে থেকে কুখ্যাত জুয়াড়ী কেতা এর নেতৃত্বে সারা দিন-দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছে এই জুয়ার আসর। দৈনন্দিন লক্ষাধিক টাকার জুয়া খেলা হয়, সেখানে নেতৃত্বে থাকা সিনিয়র জুয়াড়ীরা প্রতি বোর্ড বাবদ মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। এইভাবে সর্বস্ব হারিয়ে নবাগত জুয়াড়ীরা প্রতিনিয়ত খুজে নিচ্ছে অসাদুপায়। ফলে বৃদ্ধি পাচ্ছে চুরি, ছিনতাই সহ অপরাধ প্রবণতা। প্রকৃতপক্ষে যেখানে প্রশাসন জুয়া খেলা নির্মূলে বদ্ধপরিকর অবস্থানে রয়েছে সেখানে তারা অনেকটাই সক্রিয়ভাবে জুয়া খেলা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ক্যামেরা নিয়ে গেলে করে সবাই পালিয়ে যায় চিত্রটিই বলে দিচ্ছে জুয়াড়ীদের অবস্থান কতটা দুঃসাহসিক পর্যায়ে পৌছেছে। স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, কিছু প্রভাবশালী ব্যক্তির কারণে কিশোর বয়সের ছেলেরা বুঝে উঠার আগেই করাল গ্রাসে এই সর্বস্ব খোয়ানো খেলায় আসক্ত হয়ে পড়ছে। প্রশাসন সংশ্লিষ্টদের তৎপর না থাকার কারণকেই দায়ী করছেন তারা এবং শিবগঞ্জ উপজেলার একাধিক পয়েন্টে এমনি ভাবেই চালিয়ে যাচ্ছে জুয়াড়ীরা জুয়ার আসর।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888