বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের পিরব মোন্না পাড়ার আবুল কাশেমের নাবালিকা কন্যা (১৪) মোছাঃ কথা মুনিকে অপহরন ও ধর্ষনের সংবাদ পাওয়া গেছে। ঘটনার বিবরনে জানা যায় গত ২২/১০/২০২০ তারিখ সকাল অনুমান ৭:০০ঘটিকার সময়ে কথা মুনিকে কৌশলে তার চাচাতো ভাই আব্দুল খালেক ও তার মা খালেদা বেগম অপহরন করে পিরব থেকে সি,এন,জি যোগে কামতারা তেল পাম্পে নিয়ে যায়। ওখান থেকে প্রাইভেট কার যোগে সিরাজগঞ্জ শহরে নিয়ে গিয়ে অপহরন কারী আব্দুল খালেক ও তার মা খালেদা বেগম তার জামাই মামুনুর রশিদ ও মেয়ে রুমি বেগমের বাসায় কথা মুনিকে রেখে দেয় এবং মামুনুর রশিদ দীর্ঘ ৪ মাস ঐ কথা মুনিকে ভয় ভীতি ও চাপ প্রয়োগ করে বিভিন্ন আবাসিক হোটেলে অর্থের বিনিময়ে দেহ ব্যবসা করাইতো। শুধু তাই নয় কথা মুনিকে এক হোটেল মালিকের নিকট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে বিক্রয় করেছিলো। সেখানে কয়েক দিন থাকার পর কথা মুনি কৌশল খাটিয়ে নিজ বাড়ি শিবগঞ্জের পিরবে চলে আসে গত ০৬/০৩/২০২১ তারিখ সকাল ৯:০০ টায়। কথা মুনি বাড়িতে প্রবেশ করে কান্নায় ভেঙ্গে পড়ে তার বাবা মা ভাই আত্নীয় স্বজনকে ঘটনার বিষয়ে আব্দুল খালেক, খালেদা বেগম, মামুনুর রশিদ এবং রুমি বেগম তার সাথে সিরাজগঞ্জ শহরে যে অন্যায় করেছে সমস্ত কথা খুলে বলে। পরে তার বাবা আবুল কাশেম থানায় গিয়ে একটি এজাহার দায়ের করে । এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই এমরান হোসেনের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply