আতাউর রহমান বগুড়া জেলা প্রতিনিধিঃ
পিবর ইউনিয়ন বাস স্ট্যান্ড পাড়ায় রফিকুল (৫০) এর ছেলে মোঃ ছামিউল ইসলাম (২২), গাঁজা খাওয়ার কলকি-কে কেন্দ্র করে আপন বোনজামাই মোঃ তরিকুল ইসলাম সাথে কথা কাটা- কাটি হলে। সামিউল ইসলাম- তরিকুলকে কিল, ঘুসি ও দেশীয় অস্ত্র রোড ধরা এলো পাতারি মারধর করে রাস্তা ফেলে রাখে ঘটনার সময় এলাকার লোকজন ছুটে-এসে মোঃতরিকুলকে উদ্ধার করে,এবং 999 কল করলে, শিবগঞ্জ থানার এস আই ব্রজেন এসে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা ও ঘটনাস্থল পরিদর্শন করে, তরিকুল ইসলাম ও ছামিউল কে আটক করে শিবগঞ্জ থানায় নিয়ে যায়!
এই ক্যাটাগরী আরো খবর...
Leave a Reply