মাদক বিরোধী আভিযানে শিবগঞ্জে দুই জন গ্রেফতার !
-
আপডেট টাইম :
মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
-
১৮৪
ভিউ টাইম
আতাউর রহমান বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া শিবগন্জ অদ্য ২০।০৪।২০২১ ইং তারিখ দুপুর ১৪. ২০ ঘটিকায় মাদক বিক্রির দায়ে মোঃ মোতালেব ৩৬ পিতা মৃত আব্দাল প্রামানিক কে ২০ পুরিয়া হেরোইন ওজন ২ গ্রাম ও মোঃ সাকিরুল ইসলাম (২৫) পিতা মোঃ একরাম হোসেব, উভয় সাং তেঘরী মধ্যপাড়া থানা শিবগঞ্জ জেলা বগুড়া দেরকে অফিসার ইনচার্জ শিবগঞ্জ থানা বগুড়া এর দিক নির্দেশনায় পর আচলাই ষ্ট্যান্ডের পাকা রাস্তার উপর হতে গ্রেফতার করা হয়, মোতালেব এর দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গীর ডান কোচা হতে পলিথিনের ভিতর হতে ২০ পুরিয়া হেরোইন ও সাকিরুলের দেহ তল্লাশী করে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, ধৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হবে অভিযান পরিচালনায় এস আই স্বপন মিয়া, এ এস আই উজ্জল ও সংগীয় ফোর্স।
দয়াকরে নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরী আরো খবর...
Leave a Reply