ফিরোজ হোসেন, নিজস্ব প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের মজিদ নগর স্কুল মাঠে বিদেশি এনজিও এবং দাতা সংস্থার অর্থায়নে আগাম ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার ( ২৪ এপ্রিল) গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ও গুনাহার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের ওই ঈদ সামগ্রী ১২০ জন অসহায়, দুস্থদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চাল, তেল, ডাল, আটা,পিয়াজ, মরিচ, আদা, রসুন, মুড়ি, সেমাই, চিনি বিতরন করেন।
উল্লেখ্য, গুনাহার ইউনিয়নের ৭টি ওয়ার্ডের মোট ৪১০ জন অসহায় মানুষের মাঝে আগাম ঈদ সামগ্রী বিতরন করা হয়। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply