পাঁচবিবি থানায় স্কুল ব্যাগে বহন কালে ফেন্সিডিলসহ আটক-০৩!-ভোরের সকাল
-
আপডেট টাইম :
সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
-
২৮৯
ভিউ টাইম
আতাউর রহমান জেলা প্রতিনিধিঃ
অদ্য ২৬-০৪-২০২১ খ্রিঃ সোমবার ১৩.০০ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় তিনজন স্কুল পড়ুয়া ছাত্র স্কুল ব্যাগে বহন কালে ১৭৬ (একশত ছিয়াত্তর) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আটক করা হয়। জয়পুরহাটে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে পাঁচবিবি থানার এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি পৌরসভা এলাকায় ডিউটি চলাকালীন সময় একটি গোপন সংবাদ পাই যে হিলি বোড টু রাধা বাড়ি রেইলগেটের দিকে তিনজন স্কুল পড়ুয়া ছাত্র স্কুল ব্যাগে করে মাদকদ্রব্য নিয়ে গাড়ির অপেক্ষায় অবস্থান করছে। সংবাদ পেয়ে উক্ত স্থানে পুলিশ উপস্থিত হলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে তাৎক্ষনিক তল্লাশী করে তিনজনের স্কুল ব্যাগ থেকে ১৭৬ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন পাঁচবিবি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলা ছোট মানিক গ্রামের আবুল কাশেম এর পুত্র মোঃ রাহাত বাবু(১৬), পাঁচবিবি(পাঁচমাথা) এলাকার মোঃ আব্দুস ছামাদ এর পুত্র মোঃ ফাহিদ হোসেন(১৬) এবং গদাইপুর গ্রামের গণি মন্ডল এর ছেলে মোঃ ওমর ফারুক(১৫)।
দয়াকরে নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরী আরো খবর...
Leave a Reply