গ্রামিন ব্যাংক, ব্রাক, আশা, শক্তি সহ কিছু এনজিও সরকারী নির্দেশ অমান্য করে মাঠ কর্মিদের সাথে কিস্তি আদাইয়ের মতবিনিময় !-ভোরের সকাল
-
আপডেট টাইম :
বুধবার, ৫ মে, ২০২১
-
২৮১
ভিউ টাইম
আতাউর রহমান জেলা প্রতিনিধিঃ
সরকারি নির্দেশে ১৬ই মে পর্যন্ত লকডাউন, সরকারি, স্বায়ত্তশাসিত আধা- স্বায়ত্তশাসিত, সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অথচ,বগুড়া গ্রামীণ ব্যাংক, ব্রিজ, আশা, টি এম এস, ব্রাক, শক্তি, সহ সকল ব্যাংক কর্মকর্তারা সরকারি নির্দেশ অমান্য করে, গরিব অসহায় ব্যক্তিত্বের কাছ থেকে জোর করে কিস্তি আদায় করতেছেন কিছু এনজিওর মাঠকর্মীরা। তাদের জিজ্ঞেসা করলে তারা জানায় যে আমাদের উর্দ্ধতন কর্মকর্তা পাঠিয়েছে। এবং চিঠি ইস্যু করেছে যে ৬ ই মে থেকে কিস্তি কালেকশন করতে হবে,এবং ঈদের পরদিনও কালেকশন করতে হবে। এবং ছুটি নেই কনো। দিনের পড় দিন লকডাউন আর মহামারি করোনা ভাইরাসের থাবা হতে সাধারন মানুষ আয় রোজগার বন্ধ হয়ে দিশেহারায় দিন কাটাচ্ছে।পারছেনা ঈদের কেনাকাটা করতে আবার অনেকের বাড়িতে নেই কনো চাল, এমত অবস্থায় গরীব অসহায় দের চাপের মধ্যে ফেলে কিস্তি আদাইয়ের সিদ্ধান্তে দিশে হারা হয়ে পড়েছে সাধারন মানুষ,তাই সরকারি নির্দেশ অমান্য করে চিঠি করার জন্য ও মাঠকর্মীদের সাথে এই অমানবিক জুলুমের জন্য, কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সরকারি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
দয়াকরে নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরী আরো খবর...
Leave a Reply