বগুড়ায় র্যারেব অভিযানে তিনজন অপহরণকারী আটক, কিশোরী (১৬ বছর) ভিকটিম উদ্ধার !
-
আপডেট টাইম :
শনিবার, ২২ মে, ২০২১
-
৩০৪
ভিউ টাইম
মোঃ বেলাল হোসেন বগুড়া।
গত ২০ মে ২০২১ বগুড়া জেলার গাবতলী থানাধীন সুকানপুকুর বাজার হতে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে‘কে সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় এজাহার নামীয় অসামী মোঃ তারাজুল ইসলামসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী ভিকটিম‘কে ধারালো অস্ত্রের ভয় দেখাইয়া ধর্মান্তরিত করে বিবাহ করবে বলে জোরপূর্বক অপহরণ করে এবং অপহরণের পর ভিকটিমের পিতাকে ফোন করে বিকাশের মাধ্যমে টাকা দাবী করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বগুড়া জেলার গাবলতী থানায় অপহরণ এবং ধর্ষন মামলা দায়ের করেন (গাবতলী থানার মামলা নং-১১ তারিখ ২১/০৫/২০২১ ইং)। পরবর্তীতে কোনপ্রকার আশানুরুপ ফল না পেয়ে ভিকটিমের পিতা র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডারকে বিস্তারিত বিষয়টি জানায়। পরবর্তীতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২, সিপিএসসি, বগুড়া অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধারে ব্যাপক গোয়েন্দা কার্যক্রম শুরু করে এবং বগুড়া জেলার সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। সর্বশেষ, ২১ মে ২০২১ তারিখ রাত্রি অনুমান ২৩.৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২, সিপিএসসি, বগুড়া এর একটি আভিযানিক দল বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে বগুড়া জেলার সদর থানা এলাকা হতে অপহরণের মূল আসামী ১। মোঃ তারাজুল ইসলাম (২২), পিতা- মোঃ হুকুম আলী প্রামানিক, সহযোগী ২। মোঃ স¦াধীন প্রামানিক (১৯), পিতা-মোঃ খালেক প্রামানিক, উভয় সাং- কেশবের পাড়া, থানা-গাবতলী, জেলা-বগুড়া এবং ৩। মোঃ বুলবুল আহম্মেদ (২৭), পিতা- মোঃ নাদু ব্যাপারী, সাং-ছাতিয়ান তলা, থানা-সোনাতলা, জেলা-বগুড়া‘কে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। ভিকটিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাকে জোরপূর্বক ধর্ষন করে। গ্রেফতারকৃত অপহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে।
দয়াকরে নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরী আরো খবর...
Leave a Reply