দুপচাঁচিয়াসহ বগুড়া জেলার সকল ডেকোরেটর ব্যবসায়ীদের দূর্বীসহ জীবন যাপন -ভোরের সকাল
-
আপডেট টাইম :
মঙ্গলবার, ১ জুন, ২০২১
-
২৫৭
ভিউ টাইম
আতাউর রহমান বগুড়া জেলা প্রতিনিধিঃ
দুপচাঁচিয়াসহ বগুড়া জেলার সকল ডেকোরেটর ব্যবসায়ীদের দূর্বীসহ জীবন যাপন কর্মচারীদের বেতন দিতে ও দোকান ভাড়া বিদ্যোৎ বিল ইত্যাদি কারনে তাদের জীবনে কস্ট নেমে এসেছে। এবিষয়ে বর্ষা ডেকোরেটর এর এক কর্মচারীর নিম্ম বর্নিত দেয়া তথ্য তুলে ধরা হলো। বাসা ভাড়া না দিতে পারলে ,বাড়ি থেকে বের করে দিবে ,দোকানের ঘর ভাড়া ২ মাসের বাকি ,বিদ্যুৎ বিল দিতে পারছিনা বাড়ীতে ২ টা ছোট বাচ্চা তাদের ঠিক মত খাবার দিতে হিমসিম খাচ্ছি,কিস্তির অফিস্যারের ঠেলা কিস্তি দিতেই হবে , এগুলো কথা কেউ ভাবতেছে না শুধু লকডাউন কি ভাবে বাড়ানো যাবে সেই কথা ভাবছে । আমরা তো ভিক্ষুক ছিলাম না ,যে কারো কাছে হাত পাততে পারবো ,আমরা তো ভ্যান চালক ছিলাম, না জে ভ্যান চালাবো ,আমরা তো কোন দিন মানুষের বাড়ীতে কাজ করিনি, জে মানুষের বাড়ীতে কাজ করবো ,আমরা হকার ছিলাম না জে বাজারে গিয়ে হকারি করে টাকা কামাবো ,আজ আমাদের মত মানুষ কি করবো ,আমরা মানুষের সেবা দিয়ে এসেছি জাতীয় অনুষ্ঠান ,বিয়ে ,মিটিং,খেলাধুলা ,এই সব যাইগাইতে ,সেবা দিয়ে এসেছি ,আজ আমাদের সেবা কে দিবে এটা কি কেউ বলতে পারবেন। শুধু লকডাউন কি ভাবে বাড়ানো যাবে সেটা ভাবার মত অনেকেই আছে , আজ আমাদের কাছে মনে হচ্ছে পৃথীবিটা অন্ধকার । ব্যাবসা নেই জিনিস পত্রের নষ্টহয়ে যাচ্ছে।দেশ স্বাভাবিক হলে ব্যাবসা হলে আমরা ভাল ভাবে চলতে পারবো। তাছাড়া সরকারি ভাবে আমাদেরকে সাহায্য সহযোগীতা করা দরকার।
দয়াকরে নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরী আরো খবর...
Leave a Reply