বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে মুজিববর্ষে ৭৫ জন ভূমিহীন পরিবারের মাঝে ঘড়ের চাবি হস্তান্তর বগুড়া সদরে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বগুড়া ধুনটের ছাত্রলীগ নেতা আবু সালেহ স্বপনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ বগুড়া সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন বগুড়া জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন বগুড়ায় বিএএফ শাহীন স্কুলের বাসের ধাক্কায় এক ভ্যান চালক নিহত বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা কমিটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কর্তন ও আলোচনা সভা ঝিনাইগাতী ক্ষতবিক্ষত গারো পাহাড়ের চিত্র পাল্টাতে কাজ শুরু বন বিভাগের।  বগুড়ায় প্রীতি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত। বগুড়া ধুনটের ফৌজিয়া বিথী পেলেন “আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২”

নওগাঁ বদলগাছীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৩১ ভিউ টাইম

পবিত্র কুমার দাস / প্রধান বার্তা সম্পাদক নিউজ ডেস্ক

নওগাঁর বদলগাছীতে পূর্ব শত্রুতার জেরে মজিদুল ইসলাম (৬০) নামের এক গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে মিঠুন হোসেন বাদী হয়ে গরু ব্যবসায়ী মকছেদ আলীকে (৫০) প্রধান আসামি করে মামলা দিলে পুলিশ বিকেলে জেলার মহাদেবপুর উপজেলার মাতাজিহাট থেকে গ্রেফতার করে।

নিহত মজিদুল ইসলামের বাড়ি বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালশা গ্রামে। আটক মকছেদ আলীর বাড়ি একই ইউনিয়নের খামার আক্কেলপুর গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১৭-১৮ বছর ধরে মজিদুল ইসলাম ও মকছেদ আলী যৌথভাবে গরুর ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়ীক দ্বন্দ্বে দুই বছর আগে মজিদুল ইসলাম আলাদাভাবে ব্যবসা শুরু করেন। গত দুই মাস আগে ব্যবসার হিসেব নিয়ে তাদের দুইজনের মধ্যে ঝগড়া হয়।

মঙ্গলবার (১৩ জুলাই) কোলার হাটে এক লাখ ৮০ হাজার টাকায় দুটি গরু বিক্রি করে ভান্ডারপুর বাজারের দিকে রওনা দেন মজিদুল ইসলাম। রাত সাড়ে ৮টার দিকে মুক্তির মোড়ে মকছেদ আলীসহ তার আরও তিন সঙ্গী মজিদুলের পথরোধ করে চোখ বেঁধে পাশের মরিচ খেতে নিয়ে যান। সেখানে তারা মজিদুল ইসলামকে ধারালো ছুরি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যান।

বুধবার ভোর চারটার দিকে মজিদুল ইসলামের জ্ঞান ফিরলে রক্তাক্ত অবস্থায় বাড়িতে আসেন। স্বজনরা তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানে নেয়ার পথে মজিদুল ইসলাম মারা যান।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় চারজনকে আসামি করে নিহতের ছেলে মিঠুন হোসেন মামলা করেছেন। মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888