বুধবার, ৩১ মে ২০২৩, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
মহারশি নদীর বেড়িবাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম বগুড়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ হত্যাকাণ্ডের মূল হোতা রবিনসহ গ্রেফতার- ৫ দুপচাঁচিয়ায় পৃথক দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুইজন গ্রেফতার বগুড়া সোনাতলা থানায় আন্তঃজেলা অটোরিক্সা ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার, আলামত উদ্ধার বগুড়া নিশিন্দারা কারবালা মাদ্রাসায় দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে অপর এক শিক্ষার্থী দুপচাঁচিয়ার কৃতি ক্রিকেটার যামী জাতীয় অনুর্ধ্ব-১৭ স্কিল ক্যাম্পের জন্য মনোনীত সংবাদ সম্মেলন করলেন আওয়ামী লীগের  শেরপুর-৩ আসনের সাংসদ  সদস্য  পদে মনোনয়ন  প্রার্থী  নাসরিন বেগম ফাতেমা দুপচাঁচিয়া গোবিন্দপুরে ইরামতী খালের সৌন্দর্যবর্ধনে পরিচ্ছন্ন অভিযান “নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন হতে হবে” বগুড়ার জনসভায় ডাঃ খন্দকার মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষন, ধর্ষক গ্রেফতার

তামিম ইকবালের হাঁটুর সর্বশেষ অবস্থা এখন কেমন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৯৩ ভিউ টাইম

পবিত্র কুমার দাস / বার্তা সম্পাদক নিউজ ডেস্ক:
তার ক্লাব দল প্রাইম ব্যাংকের সামনে এবার ছিল শিরোপা বিজয়ের হাতছানি। প্রিমিয়ার লিগের প্রথম পর্বে সবার ওপরে ছিল তামিমের দল। পয়েন্ট তালিকায় এক নম্বরে থেকে সুপার লিগও শুরু করেছিল প্রাইম ব্যাংক; কিন্তু হাটুর ইনজুরির কারণে সুপার লিগে খেলা হয়নি তামিম ইকবালের।

ক্যারিয়ারের কথা চিন্তা করার পাশাপাশি সামনে জিম্বাবুয়ে সফর- এসব ভেবেই সুপার লিগ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক; কিন্তু জিম্বাবুয়ে সফরে গিয়েও হাঁটুর ইনজুরি ভাল হয়নি। একমাত্র টেস্ট খেলতে পারেননি। এমনকি ওয়ানডে সিরিজের আগেও যে পুরোপুরি ফিটৎ, তাও না।

আজ হারারেতে বসে ভিডিও কনফারেন্সে নিজের বর্তমান শারীরিক অবস্থা জানাতে গিয়ে তামিম বুঝিয়ে দিয়েছেন, তিনি শতভাগ সুস্থ নন। তার হাঁটুর ইনজুরি ভাল হয়নি এবং এটা খুব শিগগিরই ভাল হওয়ার সম্ভাবনা নেই। পুরোপুরি সারতে সময় লাগবে।

এ মুহূর্তে মাঠে নামার সিদ্ধান্ত নিলেও তামিমের মূল লক্ষ্য যতটা সম্ভব ঝুঁকিমুক্ত থেকে খেলা। নিজের বর্তমান অবস্থার কথা জানিয়ে তামিম বলেন, ‘আমার চোট এমন পর্যায়ে আছে যে, এটা দ্রুত সেরে তোলা যাবে না। এমন নয় যে ৫-৬ দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে।’
টাইগার ওয়ানডে ক্যাপ্টেন আরও জানান চিকিৎসকরাই বলেছেন এটা সারতে সময় লাগবে, ফিজিও একটা প্ল্যাান দিয়েছে। যাদের মেইল করা দরকার তাদেরকে করা হয়েছে। তারা বলেছে পুরোপুরি সেরে উঠতে একটু সময় নিবে। এখন তার লক্ষ্য যতটা সম্ভব ঝুঁকিমুক্ত থেকে খেলা।

তাই তামিমের মুখে এমন কথা, ‘আমি চেষ্টা করছি যতটা সম্ভব ঝুঁকিমুক্ত থেকে যতটুকু খেলা সম্ভব, তা খেলতে। হাঁটুর ইনজুরি হলে একটা সমস্যার সম্মুখিন হতে পারি আমি।’
নিজেই জানিয়েছেন গতকাল বুধবার প্র্যাকটিস ম্যাচে পায়ে টেপ পেঁচিয়ে খেলেছেন। আশার কথা তাতে সমস্যা হয়নি, ‘কাল ট্যাপিং করে যতটুকু ব্যাটিং করেছি সমস্যা হয়নি।’

তবে ফিল্ডিং খুব বেশি সময় করেননি। তিনি যেহেতু অধিনায়ক, ৫০ ওভার পুরো ফিল্ডিং না করে উপায় নেই। কী করবেন তামিম? তার ভাষায়, ‘প্র্যাকটিস ম্যাচে ফিল্ডিং খুব বেশি করিনি অবশ্য। একটু ম্যানেজ করে আশা করি এই সিরিজ পার করতে পারব।’

তারপরে? তবে কি টি-টোয়েন্টি খেলবেন না? তামিমের ছোট্ট জবাব, ‘নেক্সট আপনারা জানবেন।’

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888