মিলন হোসেন / স্টাফ রিপোর্টার : আজ ৬ ই জানুয়ারি বেলা এগারো টায় ঐতিহ্যবাহী বগুড়ার সাতমাথায় সেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ এবং মিনহাজ শেখ আপেল কে নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানব বন্ধন করেন ৮ নং ওর্য়াডের মালগ্রাম ডাবতলা এলাকাবাসী।
মানববন্ধন থেকে
এলাকাবাসী শীর্ষ সন্ত্রাসী রাসেল , রাসানী, সুমন, সাকিব, হাবিব এবং খায়রুল সহ ঘটনার সাথে যারা জড়িত এদের দ্রুত গ্রেফতার সহ ফাঁসির দাবি জানিয়েছে।
এছাড়া, গত ২ রা জানুয়ারি রাত আনুমানিক আটটার দিকে বগুড়া স্টেডিয়াম ফাড়িঁ এলাকাধীন মালগ্রাম ডাবতলা মোড়ে অবস্থিত বিসমিল্লাহ গ্যারেজ এর সামনে সেচ্ছাসেবক লীগ নেতা অরেঞ্জ ও আপেল গল্প করছিলেন। ঠিক তখনই দুটি হুন্ডা নিয়ে কিছু বুঝে ওঠার আগেই উল্লেখিত শীর্ষ সস্ত্রাসীরা তাদের ( আপেল ও অরেঞ্জ ) ওপর হামলা করে।
পরে আহত অবস্থায় তাদের কে লোকজন উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ( শজিমেক) পাঠিয়ে দেয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply