শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দুপচাঁচিয়ায় ভাগ্নিকে ধ র্ষণের অ ভিযোগে খালু গ্রে ফতার উপজেলা নির্বাচন ২০২৪ নোয়াখালী,বেগমগঞ্জ বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ কামারুজ্জামানের সমাধীতে আরসিআরইউ’র শ্রদ্ধা বগুড়ার সেরা ফটোগ্রাফার হিসেবে আইফোন জিতলেন আরিফ শেখ দুপচাঁচিয়ায় জোহাল মাটাইয়ে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন রাজশাহী কলেজ শিক্ষার্থীদের ভাবনায় গৌরবদীপ্ত বিজয় দিবস বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত আর্থিক সহায়তা প্রদান করলেন ফাঁপোর ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজের ক্যান্সার সেন্টার পরিদর্শন দুপচাঁচিয়ায় বিউটি পার্লারে অভিযান জরিমানা

ঝিনাইগাতীতে দায়িত্ব অবহেলা করে ভুল সিজার করায় ডাক্তার মায়াহোড়ের বিরুদ্ধে সিভিল সার্জনের নিকট অভিযোগ 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৩৫০ ভিউ টাইম

 

মোঃসরোয়ার ঝিনাইগাতী(শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদরের সরকারি হাসপাতালে কর্মরত ডা:মায়াহোড় এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) গাইনী বিশেষজ্ঞ এর বিরুদ্ধে দায়িত্ব অবহেলা করে ভুল সিজার করার অভিযোগ পাওয়া গেছে । সিজারের মাধ্যমে রোগীকে মৃত্যু ঘটানোর চেষ্টার অভিযোগ এনে শেরপুর সিভিল সার্জনের বরাবর গত ২৬/২/২৩ ইং তারিখে এক লিখিত অভিযোগ দ্বায়ের করেছেন ভূক্তভোগী উপজেলার গৌরিপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামের আবুল হোসেনের ছেলে রুহুল আমিন । অভিযোগের প্রেক্ষিতে সিভিল সার্জন শেরপুর ডা: রবিউল ইসলাম সিনি:কন:(সার্জারী) জেলা হাসপাতাল শেরপুরকে সভাপতি ,ডা: আলাউদ্দিন জুনি:কন:(এ্যানেস) জেলা হাসপাতাল সদস্য ও ডা: হাসিনাতুল ফেরদৌস লোপা জুনি:কন:(গাইনী)কে সদস্য সচিব করে তদন্ত কমিটি গঠন করে দেন । কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলেও তা অতিবাহিত হয়ে আজও কোন আলোর মুখ দেখেনি ভূক্তভোগী রহুল আমিন । অভিযোগে প্রকাশ রহুল আমিনের স্ত্রী গর্ভবতী আকলিমাকে ২৫/৯/২০২২ইং তারিখে সকাল ৯ টার সময় ডা: মায়াহোড় ঝিনাইগাতী হাসপাতালে সিজার করেন । সিজার চলাকালিন সময়ে ডা:মায়াহোড় তার কর্তব্য কাজে চরম অবহেলা ও উদাসিনতা প্রদর্শন পূর্বক ভিতরের সেলাই ফঁাকা রেখে বাহিরে সেলাই করে যার ফলে ব্লিডিং চলা অবস্থায় চিকিৎসা পত্র দিয়ে ১/১০/২০২২ ইং তারিখে ছাড়পত্র প্রদান করে । বাড়িতে রোগীর ব্যথা এবং বিল্ডিং ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার ফলে পুনরায় ১৩/১০/২২ ইং তারিখে ডা: মায়াহোড়ের শরণাপন্ন হলে তিনি কোন ব্যবস্থাপত্র  এবং ঔষধ না দিয়ে বলেন এমনিতেই ঠিক হয়ে যাবে বলে খারাপ আচড়ন করেন । রোগীর জরায়ুতে প্রচন্ড ব্যথা ও একাধারে ব্লিডিং হয়ে বিছানাপত্র ভাসিয়ে রোগী অজ্ঞান হয়ে পড়েলে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে রক্ত ভরলে রোগীর জ্ঞান ফিরে । পরে  ডা: লুৎফরের নিকট কিছুদিন চিকিৎসা গ্রহণ করে রোগ নিয়ন্ত্রনে আসলে রোগীকে আবার বাড়ি নিয়ে যায় । আবার রোগীর অবস্থা বেগতিক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করে গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডা: কামরুন্নাহার পরমাণু চিকিৎসা কেন্দ্রে সম্পূর্ণ তলাপেট আল্ট্রা-সনোগ্রাম করার জন্যে রেফার করেন । পরীক্ষা নিরিক্ষা শেষে সিজারের ভিতরের সেলাই ফাঁকা আছে বলে ইনফেকশন হয়ে পচন ধরেছে এবং উহাতে শূণ্য গর্ত রয়েছে বলে উল্লেখ করেন । রোগীর জীবন রক্ষার্থে জরায়ু কেটে ফেলতে রাজি হয়ে একটি ডাক্তারের বোর্ড গঠন করে অপরেশন সম্পন্ন করেন ময়মনসিংহে । ভুল সিজারের কারণে রহুল আমিন এ পর্যন্ত ৪/৫লাখ টাকা চিকিৎসা ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ হয়ে দিশাহারা হয়ে পড়েছে । রোগী বাড়িতে মৃত্যুর ঝুকি নিয়ে জীবনযাপন করছেন তার বিচার চেয়ে অভিযোগ দ্বায়ের করেছেন এখনও আলোর মুখ দেখেনি ।  এ ব্যাপারে সিভিল সার্জন অনুপম ভট্রাচার্য আজ বলেন তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা বলেন কাগজ হাতে পেয়েছি  তদন্ত কমিটি হয়েছে তদন্তর আগে কথা বলা ঠিক হবে না । অভিযুক্ত ডা: মায়াহোড়ের সাথে আজ যোগোযোগ করা হলে তিনি বলেন অনেক সিজার করেছি দু একটি হতেই পারে । রোগী আমার নিকট পূনরায় চিকিৎসা নিতে আসেনি । তদন্ত কমিটি হয়েছে আমি দেখা যাক বিষয়টি কোথায় দ্বারায় । আপনারা সঠিক তথ্য লেখতে পারেন বলে জানান । অভিযোগকারী রুহুল আমিন জানান আমার স্ত্রীকে সিজার করে ভিতরে সেলাই ফাঁকা রাখায় আমি নিস্ব হয়ে গেছি । ডা: মায়াহোড়ের নিকট পুণরায় গেলে আমার সাথে খারাপ আচড়ন করে আমি তদন্ত পূর্বক বিচার দাবি করছি ।

 

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888