বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে মুজিববর্ষে ৭৫ জন ভূমিহীন পরিবারের মাঝে ঘড়ের চাবি হস্তান্তর বগুড়া সদরে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বগুড়া ধুনটের ছাত্রলীগ নেতা আবু সালেহ স্বপনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ বগুড়া সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন বগুড়া জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন বগুড়ায় বিএএফ শাহীন স্কুলের বাসের ধাক্কায় এক ভ্যান চালক নিহত বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা কমিটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কর্তন ও আলোচনা সভা ঝিনাইগাতী ক্ষতবিক্ষত গারো পাহাড়ের চিত্র পাল্টাতে কাজ শুরু বন বিভাগের।  বগুড়ায় প্রীতি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত। বগুড়া ধুনটের ফৌজিয়া বিথী পেলেন “আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২”

জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে গিয়ে ৩০ লাখ টাকার ২টি মেসি ট্রাক্টর পুড়িয়ে দিল ইউএনও

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৮৬২ ভিউ টাইম

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা নদীর কাঁঠালতলী এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে গিয়ে পেট্রোল ঢালিয়ে আগুন দিয়ে ৩০ লাখ টাকা মুল্যের বালু ভর্তি ২টি মেসি ট্রাক্টর পুড়িয়ে দিয়েছে ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান। এছাড়া তিনি অবৈধ বালু উত্তোলনের শ্যালো মেশিন ও সরঞ্জামাদি পুড়িয়ে দেন। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে এসব করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, ক্ষেতলাল উপজেলার নির্বাহী অফিসার আরাফাত রহমান ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা নদীতে গিয়ে তার লোকজন দ্বারা অবৈধ বালু উত্তোলনের শ্যালো মেশিন পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেন। এরপর আক্কেলপুর উপজেলার সীমানায় থাকা বালু ভর্তি দুটি মেসি ট্রাক্টর আটকিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন।

এদিকে ক্ষতিগ্রস্থ মেসি মালিক রিপন ও বকুল বলেন, আমাদের বালু ভর্তি ২টি ট্রাক্টর আক্কেলপুর উপজেলার সীমানায় দাড়িয়ে ছিল। সেখানে ট্রাক্টর ২ টি আটক করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এমসয় আমাদের ৩টি শ্রমিক ধরে নিয়ে গিয়ে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা দেয়। তারা আরও বলেন, এঘটনায় আমরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। আদালতে তারা ইউএনও’র বিরুদ্ধে মামলা করবে বলেও জানান।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, ক্ষেতলাল উপজেলার সীমানা থেকে দেড় কিলো দুরে আক্কেলপুর উপজেলার সীমানায় কদমতলী এলাকায় ওই দুটি ট্রাক্টর দাড়িয়ে ছিল। সেখানে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এদিকে ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান মুঠোফোনে জানান, আমি যা কিছু তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে করেছি।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন জানান, এ ঘটনা আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিব।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888