শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দুপচাঁচিয়ায় ভাগ্নিকে ধ র্ষণের অ ভিযোগে খালু গ্রে ফতার উপজেলা নির্বাচন ২০২৪ নোয়াখালী,বেগমগঞ্জ বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ কামারুজ্জামানের সমাধীতে আরসিআরইউ’র শ্রদ্ধা বগুড়ার সেরা ফটোগ্রাফার হিসেবে আইফোন জিতলেন আরিফ শেখ দুপচাঁচিয়ায় জোহাল মাটাইয়ে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন রাজশাহী কলেজ শিক্ষার্থীদের ভাবনায় গৌরবদীপ্ত বিজয় দিবস বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত আর্থিক সহায়তা প্রদান করলেন ফাঁপোর ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজের ক্যান্সার সেন্টার পরিদর্শন দুপচাঁচিয়ায় বিউটি পার্লারে অভিযান জরিমানা

বগুড়ার শজিমেক হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুটি অবশেষে উদ্ধার ঃ চুরির অপরাধে রেশমা গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ১১৪৮ ভিউ টাইম

বগুড়ার শজিমেক হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুটি অবশেষে উদ্ধার ঃ চুরির অপরাধে রেশমা গ্রেপ্তার

অবশেষে পেরেছে বগুড়া জেলা পুলিশ । শজিমেক কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া নব জাতককে বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে । বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বগুড়ার সুযোগ্য পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাঁ বিপিএম (বার) নিজ হাতে শিশুটিকে তার মায়ের কোলে তুলে দিয়েছেন। একই সাথে শিশুটিকে ১০হাজার টাকা উপহার হিসাবে দিয়েছেন তিনি। এসময় শিশুটির পিতা সৌরভ উপস্থিত ছিলেন।
এর আগে শিশুটিকে বিশেষ অভিযানে শহরের চকলোকমান এলাকার একটি বাড়ী থেকে উদ্ধার করে পুলিশের একটি বিশেষ টিম । এসময় শিশু চুরির ঘটনায় জরিত রেশমা খাতুন (৩৫)নামের এক নারীকে গ্রেপ্তার করা হয় ।
আটক রেশমা শাহজাহানপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত ছাত্তার মন্ডলের মেয়ে। তবে আটক রেশমা সাংবাদিকদের জানায়, তার বাড়ী শাহাজাহনপুর উপজেলার মাদলা ইউনিয়নের মালিপাড়া গ্রামে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় বগুড়া সদর থানায় সংক্ষিপ্ত এক প্রেস ব্রিফিংকালে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাঁ বিপিএম (বার)সাংবাদিকদের চুরি যাওয়া শিশুটির শাসরুদ্ধকর উদ্ধার ঘটনা বর্ননা করতে গিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।এসময় তিনি শিশুটির জন্য তার মায়ের হাতে উপহার স্বরুপ নগদ ১০ হাজার টাকা তুলে দেন।পুলিশ সুপার আরো জানান . গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করার মাধ্যমে অধিকত্বর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হবে। এর আগে শিশুটির মা নাহিদা আক্তারকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এসএমএম সালেহ ভঞাঁর তত্বাবধানে বিশেষ এ্যম্বুলেন্স ব্যবস্থায় সদর থানায় আনা হয় ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এসএমএম সালেহ ভূঞাঁ,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)সনাতন চক্রবর্তী ,সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) সার্বিক এসএম বদিউজ্জামান ,ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল আলম রেজা, এসআই মঞ্জুরুল হক ভূঞাঁ, অভিযানে অংশ নেয়া এসআই নূরুল ইসলাম সহ বিভিন্ন পদবী ও এজেন্সির প্রতিনিধিবৃন্দ।

যে, ভাবে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করা হলো ঃ
গত বুধবার দুপুরে হাসপাতালের গাইনি বিভাগ থেকে শিশু চুরির ঘটনা ঘটে।ঘটনার পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ তৎক্ষনাত ভাবে বিষয়টি চেপে গিয়ে নিজেরা শিশুটিকে উদ্ধারে সচেষ্ট হয় । সন্ধ্যা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি চেপে রাখার চেষ্টা করে ব্যার্থ হয় । এসময় বিভিন্ন গনমাধ্যম কর্মী হাসপাতাল কর্তৃপক্ষের অসহযোগিতা সর্তেও রাতে বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রকাশ করতে শুরু করে।
বিষয়টি জানাতে পেরে বগুড়ার পুলিশ সুপার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাঁ বিপিএম (বার)নিজ উদ্ধোগে শিশু চুরি বিষয়ে বগুড়া সদর ওসি’র মাধ্যমে খোজ খবর নেয়া শুরু করেন। রাতে শিশুর চাচা আব্দুস সামাদ এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে, পুলিশ তৎক্ষনাত অভিযোগটি ধারা-২০১২সালের মানব পাচার প্রতিরোধ ওদমন আইনের ১০(২)৮ মতে মামলা নথি ভুক্ত করে।এর পর পরই পুলিশ সুপারের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) এসএম বদিউজ্জামান শিশুটি উদ্ধারে সর্ব শক্তি নিয়োগ করেন।
বৃহস্পতিবার ভোর থেকে উদ্ধার অভিযানে পুলিশের গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে শাহাজানপুর এলাকায় একাধিক স্থানে অভিযান চালিয়ে অল্পের জন্য ব্যার্থ হয় তারা । অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে সুনিদিষ্ঠ গোয়েন্দা তথ্যর ভিত্তিতে অতিঃ পুলিশ সুপার সনাতন চক্রবর্তী সদর ওসি বদিউজ্জামান ইন্সপেক্টর (তদন্ত) রেজা ,এসআই নূরুল ইসলাম এসআই মঞ্জুরুল হক ভুঞাঁ সহ পুলিশের একটি বিশেষ টিম শহরের চকলোকমান এলাকায় অভিযান চালায় । পুলিশের দলটি প্রথমে গোটা এলাকা ঘিড়ে ফেলে এবং চিড়–নি তল্লাশী শুরু করে। এর এক পর্যায়ে তারা এলাকার মধ্যাপাড়ার বাসিন্দা লোকমান হোসেনের পুত্র ফারুকের বাড়ীতে অভিযান চালিয়ে হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় ।এসময় সেখান শিশু চুরির অপরাধে গ্রেপ্তার করা হয় রেশমা খাতুনকে।
উল্লেখ্য ,গত বুধবার বগুড়ার কাহালু উপজেলার নলখড়িয়া গ্রামের মো. সৌরভের স্ত্রী নাহিদা আকতার (২৪)এর প্রসব বেদনা শুরু হলে দুপুর ১টার দিকে তাকে বগুড়া শজিমেক হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর নরমালভাবে সে একটি পুত্র সন্তান প্রসব করে। প্রসবের পর এক অপরিচিতি নারী এসে শিশুটিকে শিশু ওয়ার্ডে নিয়ে চিকিৎসা করার কথা বলে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে শিশুটির খোজ নিতে গিয়ে সেখানে সদ্য ভূমিষ্ঠ শিশুটিকে পাওয়া যায়নি।ঘটনার পর হাসপাতাল কতৃপক্ষ বিষয়টি চেপে রাখার চেষ্টা করেন।
রাতে ঘটনার কানা ঘুসায় বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা ঘটনাস্থলে গেলেও হাসপাতাল র্কর্তৃপক্ষ তাদের কোন প্রকাশ সহযোগিতা না করে উল্টো তাদেরকে হাসপাতালে প্রবেশে বাধা দান করেন ।
পরে সাংবাদিকরা ছোট ছোট তথ্যর ভিত্তিতে উল্লেকিত বিষয়ে অন লাইন ও সামাজিক সামাজিক মাধ্যমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগ থেকে শিশু চুরির বিষয়টি প্রকাশ করতে থাকলে বিষয়টি ভাইরাল হয় ।
সূত্র-এফএনএস

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888