বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে মুজিববর্ষে ৭৫ জন ভূমিহীন পরিবারের মাঝে ঘড়ের চাবি হস্তান্তর বগুড়া সদরে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বগুড়া ধুনটের ছাত্রলীগ নেতা আবু সালেহ স্বপনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ বগুড়া সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন বগুড়া জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন বগুড়ায় বিএএফ শাহীন স্কুলের বাসের ধাক্কায় এক ভ্যান চালক নিহত বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা কমিটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কর্তন ও আলোচনা সভা ঝিনাইগাতী ক্ষতবিক্ষত গারো পাহাড়ের চিত্র পাল্টাতে কাজ শুরু বন বিভাগের।  বগুড়ায় প্রীতি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত। বগুড়া ধুনটের ফৌজিয়া বিথী পেলেন “আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২”

নবম শ্রেনীর ছাত্র চারঘাটের ৪ জন ইউপি সদস্য ও কাউন্সিলর!

  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৮৩৬ ভিউ টাইম

নিজস্ব প্রতিবেদক,চারঘাট: রাজশাহীর চারঘাট উপজেলার সদর ইউনিয়নের তিনজন ইউপি সদস্য এবং পৌরসভার একজন কাউন্সিলর এখন নবম শ্রেনীর ছাত্র।তারা ২০১৮ সালে উপজেলার মেরামতপুর কারিগরি উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজে নবম শ্রেণিতে ভর্তি হন। ২ নভেম্বর (শনিবার) থেকে শুরু হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের নবম শ্রেণির পরীক্ষায় অংশ নিয়েছেন তারা।

জানা গেছে,চারঘাট সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ তজলুল হক, ৭ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মতিন ও ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তোতা মিয়া নবম শ্রেণীতে ভর্তি হয়েছেন।এছাড়া চারঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলতাফ হোসেনও একই প্রতিষ্ঠানে নবম শ্রেণীতে ভর্তি হয়েছেন।

আরো জানা যায়,এ সকল স্থানীয় জনপ্রতিনিধি
বিগতে সময়ে নির্বাচনে অংশ নিতে গিয়ে হলফনামায় শিক্ষাগত যোগ্যতা লিখেছিলেন ‘স্বশিক্ষিত’। নির্বাচনে জেতার পর বিভিন্ন অনুষ্ঠানে গিয়েও শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গে হীনম্মন্যতায় ভুগতেন। এরপর সিদ্ধান্ত নেন তারা আবারও স্কুলে ভর্তি হবেন।

নাম প্রকাশে অনইচ্ছুক দুইজন ইউপি সদস্য জানান,ছোটবেলায় নানা কারনে অষ্টম শ্রেণির বেশি পড়াশোনা করতে পারেননি।বিভিন্ন পেশায় জড়িয়ে পড়েন তারা।পরবর্তীতে স্থানীয় রাজনীতিতে যোগ দেন।পড়াশোনাতে সময় দিতে পারেন নি।

তারা আরো জানান, ইদানিং স্কুলে ভর্তি হলেও পেশা ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় নিয়মিত ক্লাস করতে পারছেন  না তারা।তবে সুযোগ পেলে বাড়িতে পড়াশোনা করেছেন। অনেক দিন পর পরীক্ষায় অংশ নিয়েছেন। ভালো ফল করতে পারলে স্নাতক পর্যন্ত পড়ার ইচ্ছা আছে বলে জানান তারা।

মেরামতপুর কারিগরি উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজ এর অধ্যক্ষ মুহাম্মদ নাজমুল হক বলেন,শুনেছি আগামী নির্বাচন গুলোতে এসএসসি পাশ না করলে কেউ অংশগ্রহন করতে পারবে না।সেজন্য অনেক স্থানীয় প্রতিনিধিই এখন পড়াশোনাতে আগ্রহী হচ্ছে।ভর্তি হওয়া চারজন জনপ্রতিনিধি পড়াশোনার বিষয়ে বেশ আগ্রহী বলে জানান তিনি।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888