শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপচাঁচিয়ায় ভাগ্নিকে ধ র্ষণের অ ভিযোগে খালু গ্রে ফতার উপজেলা নির্বাচন ২০২৪ নোয়াখালী,বেগমগঞ্জ বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ কামারুজ্জামানের সমাধীতে আরসিআরইউ’র শ্রদ্ধা বগুড়ার সেরা ফটোগ্রাফার হিসেবে আইফোন জিতলেন আরিফ শেখ দুপচাঁচিয়ায় জোহাল মাটাইয়ে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন রাজশাহী কলেজ শিক্ষার্থীদের ভাবনায় গৌরবদীপ্ত বিজয় দিবস বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত আর্থিক সহায়তা প্রদান করলেন ফাঁপোর ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজের ক্যান্সার সেন্টার পরিদর্শন দুপচাঁচিয়ায় বিউটি পার্লারে অভিযান জরিমানা

দুপচাঁচিয়ার অর্জুনগাড়ী আদর্শ গ্রাম ভূমিহীন পরিবারের পাল্টা সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ১১১৫ ভিউ টাইম

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
২০ নভেম্বর বুধবার সকালে দুপচাঁচিয়া উপজেলার অর্জুনগাড়ী গ্রামবাসীর পক্ষ থেকে দুপচাঁচিয়া প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা আলী আকবর পাল্টা সংবাদ সম্মেলন করেছে।
গত ১৬ নভেম্বর শনিবার বগুড়া প্রেসক্লাবে অর্জুনগাড়ী আদর্শ গ্রাম ও আদর্শ যুব সমবায় সমিতি লিমিটেডের পক্ষে দিলবর রহমানের সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা এই সংবাদ সম্মেলনে অর্জুনগাড়ী গ্রামবাসীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধা আলী আকবর লিখিত বক্তব্যে বলেন, অর্জুনগাড়ী আদর্শ গ্রামের সাবেক বাসিন্দা দিলবর রহমান ২০০৩ সালে

অর্জুনগাড়ী মৌজার ৬.৯৯ একর বারোটি খাস পুকুর তৎকালিন ভূমি অফিসের একজন কর্মকর্তার সহায়তায় জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা বহির্ভূত হওয়া সত্বেও প্রতি শতক এক টাকা হারে সরকারি কোষাগারে জমা দিয়ে পুকুরগুলো লিজ গ্রহণ করেন। পরবর্তিতে ঐ পুকুরগুলো সে অন্যের নিকট সাবলিজ প্রদান করিয়া লক্ষ লক্ষ টাকা আত্সাৎ করে। দিলবর রহমান একজন ভূমিদস্যু উল্লেখ করে তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, অর্জুনগাড়ী আদর্শ গ্রাম প্রতিষ্ঠা লগ্নে বেশ কিছু লোক ঐ গ্রামে বসবাস করলেও দিলবর রহমান তাদের নিকট চাঁদা দাবি করে বিভিন্ন সময় ভয়ভিতি প্রদর্শন করে। তার ভয়ে অর্জুনগাড়ী আদর্শ গ্রামের লোকগুলো গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়। দিলবর রহমান তার নিকটতম ১৭জন আত্ময়ীদের উক্ত আদর্শ গ্রামে বসবাসের জায়গা করে দেয়। পুকুরের সাবলিজের টাকা উত্তোলন করে আত্মসাৎ করতে থাকে। এ ঘটনায় আদর্শ গ্রামবাসীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করলেও দিলবর রহমানের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। মুক্তিযোদ্ধা আলী আকবর পুকুরগুলো অর্জুনগাড়ী গ্রামের জনসাধারনের মধ্যে উন্মুক্ত করার জন্য বগুড়া জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করেন। জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা জলমহল কমিটি ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করিলে চারটি সমিতির মাধ্যমে চারটি পুকুর ও খাস কালেকশনের মাধ্যমে একটি পুকুর মোট পাঁচটি পুকুর সর্বচ্চমূল্যে ইজারা প্রদান করে। লিজ গ্রহণকারী সমিতিগুলো মাছ চাষ করে আসিতেছে। দিলবর রহমান পুকুরগুলো পূর্বের ন্যায় আদর্শ গ্রামের নামে নেওয়ার জন্য মামলা করে হেরে জান। এর জের ধরে গ্রামের শাখাওয়াত হোসেন বুলবুল, রাজু আহম্মেদ, আব্দুর রহমান এর বিরুদ্ধে গালিগালাজ মারধোর ও জখম করার হুমকি দিয়ে অভিযোগ এনে উল্টো মামলা করেন। ঐ মামলাটিও খারিজ হয়ে যায়। বর্তমানে মুক্তিযোদ্ধা আলী আকবরের আবেদনের তদন্তের প্রেক্ষিতে পুকুরগুলো নীতিমালা বহির্ভূত আদর্শ গ্রামের বরাদ্দ বাতিল হওয়ায় তাকে সহ গ্রামের লোকজনকে বিভিনś ভাবে হুমকি ও মিথ্যা মামলায় জরানোর চেষ্টা করছে। গত শনিবার মিথ্যা তথ্যে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। পরের দিন গত রবিবার বগুড়ার বিভিন্ন স্থানীয় পত্রিকায় “দুপচাঁচিয়ার অর্জুনগাড়ী আদর্শ গ্রাম ভূমিহীন ১৭ পরিবারের নিরাপত্তার দাবি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। আমি উক্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ করেন। সেই সাথে দিলবর রহমানের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে অর্জুনগাড়ী গ্রামবাসীর পক্ষে স্থানীয় মেম্বার রুহুল আমিন, আলহাজ্ব আব্দুল আজিজ, আলহাজ্ব সাইফুল ইসলাম, শিক্ষক শাখাওয়াত হোসেন বুলবুল, আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক, রাজু আহম্মেদ মান্টু, তছলিম উদ্দীন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888