বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব,সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশ ক্রমে গাজীপুর জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির সাধারণ সম্পাদক মাসুদ রানার পরামর্শ ক্রমে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাসনাত মো.রায়হানের নেতৃত্বে মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার মধনখালী গ্রামের কৃষক নুরুল ইসলামের এক বিঘা জমির ধান কেটে দেন।

হাসনাত মো.রায়হান জানান,উপজেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার কৃষকের জমির বোর ধান পেকে রয়েছে। তারা শ্রমিকের অভাবে তাদের পাকা ধান কাটতে পারছেনা। দেশে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বিভিন্ন এলাকায় লকডাউনের কারনে এক এলাকার লোক অন্য এলাকায় যাতায়াত বন্ধ করে দিয়েছে । এজন্য গাজীপুরের কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। কৃষকরা শ্রমিকের অভাবে তাদের জমিতে পাকা ধান কাটতে পারছেনা। কোন কৃষক তাদের ধান কাটতে না পাড়ায় যাতে তাদের খাদ্যের সংকট না দেখা দেয় এজন্য যুবদলের কর্মীরা কালিয়াকৈরের যেখানেই শ্রমিকের অভাবে কৃষকরা তাদের ফসল কাটতে পারবেনা তারা সেখানেই গিয়ে তাদের ফসল কেটে বাড়িতে উঠিয়ে দিয়ে আসবে। তিনি আরো জানান ধান কাটার বিষয়টি চলমান থাকবে।
এসময় ধান কাটায় অংশ গ্রহন করেন গাজীপুর যুবদলের কর্মীবাহিনী।
Leave a Reply