
এদিকে রেশমার বাবা আতাহার আলীর অভিযোগ, আমার মেয়েকে জামাই হাসিবুল ইসলাম শান্ত শ্বাসরোধে হত্যা শেষে সিলিংফ্যানের হুকের সাথে মরদেহ ঝুলিয়ে রেখেছে।
রেশমা তেঁতুলবাড়ীয়া গ্রামের বিজিবি ক্যাম্পাড়ার আব্দুল কাদেরের ছেলে হাফেজ মোহাম্দ হাসিবুল ইসলাম শান্তর স্ত্রী বামুন্দি ইউনিয়ন দেবীপুর গ্রামের আতাহার আলীর মেয়ে।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৪টার দিকে রেশমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তার শ্বশুরের পরিবার।
স্থানীয়রা জানান, দেবীপুর গ্রামের আতাহার আলীর মেয়ে রেশমা খাতুনের দু’বছর আগে বিয়ে হয় তেঁতুলবাড়ীয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে মাওলানা হাসিবুল ইসলাম শান্তর সাথে। বিয়ের পর থেকে সংসার জীবনে নানা কারণে রেশমা ও তার স্বামীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। সে জন্য স্বামী শান্ত স্বাসরোধে হত্যা শেষে ঘটনা ধামাচাপা দিতে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করছে। যা সন্দেহজনক।
তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) গোলাম কিবরিয়া জানান রেশমা সিলিংফ্যানের হুকের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ভোরে এমন খবর দেয় তার শ্বশুরের লোকজন। গিয়ে দেখি রেশমার মরদেহ উপর থেকে নামিয়ে ফেলেছে তার স্বামী শান্তসহ পরিবার।
রেশমার স্বামী হাফেজ মোহাম্মদ হাসিবুল ইসলাম শান্ত জানান আমরা স্বামী-স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিলাম। ভোর ৪টার দিকে ঘুম থেকে জেগে দেখি সিলিংফ্যানের হুকের সাথে স্ত্রী রেশমার মরদেহ ঝুলছে। এসময় পরিবারের অন্যান্য সদস্যদের জানায়। পরে পরিবারের সদস্যরা এসে তার মরদেহ উপর থেকে নিচে নামায়।
এ ঘটনায় গাংনী থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি ওবায়দুর রহমান জানান গৃহবধূ রেশমার বাবা আতাহার আলী বাদি হওয়ায় লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এবং ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়ার প্রস্তুতি চলছে।
Leave a Reply