শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার ধুনট থানা থেকে আসামী পলায়ন, তিন পুলিশ সদস্য কে প্রত্যাহার বগুড়ায় অতিরিক্ত গরম আর লোডশেডিং এ কদর বেড়েছে হাতপাখার ! দুপচাঁচিয়ায় তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের ৩দিন ব্যাপী “মৌলিক প্রশিক্ষণ “কোর্সে শেষ ঝিনাইগাতী উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বগুড়া শহর শাখার ১৫ নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত! জনপ্রিয় প্রার্থী মোঃ আব্দুল মোমিন প্রতীক লাটিম মার্কা শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগে সন্মান জনক পদ না দেওয়াই ভাইস চেয়ারম্যান ফাইমা আক্তারের সংবাদ সন্মেলন বগুড়ার নামুজা থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার মহারশি নদীর বেড়িবাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম বগুড়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ হত্যাকাণ্ডের মূল হোতা রবিনসহ গ্রেফতার- ৫

মেহেরপুরের গাংনী ইউপির মেম্বর টুটুলের বিরুদ্ধে ত্রাণের মাষ্টাররোল জালিয়াতির অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৭৮২ ভিউ টাইম
মাসুদ রানা মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কাথুলী ইউপির ৭ নং ওয়ার্ড লক্ষ্মীনারায়নপুর ধলা গ্রামের মেম্বর টুটুলের বিরুদ্ধে সরকারী ত্রাণের মাষ্টাররোল জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। করোনা ভাইরাসের কারনে অসচ্ছল,অসহায় , কর্মহীন পরিবারের জন্য  প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী  ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট মেম্বরের মাধ্যমে যাচাই বাছাই করে তালিকা তৈরীতে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অসাধু মেম্বর টুটুল তার ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে স্বজনপ্রীতি-আত্মীয়করণ করে অসচ্ছলদের বাদ দিয়ে সচ্ছলদের নাম অন্তর্ভক্ত করে চাল আত্মসাৎ করেছে।  তালিকাভুক্ত উপকারভোগীদের চাল না প্রদান করে জালিয়াতির মাধ্যমে সেই চাল আত্মসাৎ করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলা পর্যায়ে সকল ইউনিয়নে গরীব দুঃস্থ অসহায় মাধ্যমে তালিকা প্রণয়ন করে চাল বিতরণ করা হয়েছে। ৭ নং লক্ষ্মীনারায়নপুর ধলা গ্রামে ১৪৮ জনের নামের তালিকা প্রস্তুত করা হয়। উক্ত তালিকায় অনেক স্চ্ছল ব্যক্তি যাদের পাকা বাড়ী, গাড়ী, ব্যাপক জমিজমা রয়েছে তাদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছিল। চাল বিতরণ শেষে মাত্র ৩১ জনের মাষ্টার রোল যাচাই বাছাই করে দেখা গেছে, লক্ষ্মীনারায়নপুর ধলা গ্রামের  কাবাতুল্লাহর ছেলে কিবরিয়া (যার সিরিয়াল নং- ৫০৬), মৃত বাদল মন্ডলের ছেলে হেলাল (যার সিরিয়াল নং- ৫০৭),ফরমান মন্ডলের ছেলে নেহার (যার সিরিয়াল নং- ৫৩৮), একারমুলের ছেলে শাহজাহান (যার সিরিয়াল নং- ১৩৪) , মুনকের এর ছেলে লালচাঁদ (যার সিরিয়াল নং- ১২৪), আতিয়ারের ছেলে সোহেল (যার সিরিয়াল নং- ১২৯), আক্কাছ আলীর ছেলে জুবায়ের হোসেন, এরা কেউ চাল উত্তোলন না করলেও মাষ্টার রোলে এদের টিপসহি বা স্বাক্ষর রয়েছে। এখানে প্রতীয়মান হয় যে, মেম্বর টুটুল পরিকল্পিতভাবে ভূয়া নাম তালিকাভুক্ত করে ত্রাণের চাল আত্মসাৎ করেছে। ঘটনার সত্যতা যাচাই করতে  উপকার ভোগীদের বাড়ী বাড়ী গিয়ে খোজঁ নিলে তারা জানাই আমরা ত্রাণের চাল পাইনি।শুনছি মেম্বও টুটুল তার নিজস্ব লোক দিয়ে টিপসহি দিয়ে চাল উত্তালন করেছে।
অলা গ্রামের সাবেক মেম্বর ও উপজেলা কৃষক লীগের সেক্রেটারী আতিয়ার রহমানসহ গ্রামের অনেকেই অভিযোগ তুলে জানায়, টুটুল মেম্বর ভূয়া তালিকা করে শুধু চাল আত্মসাৎ করেনি। সরকারীভাবে ভর্তুকির সার , বিধবাভাতা, বয়স্কভাতা, মাতুত্বকালীন ভাতা ইত্যাদি কার্ড বিতরণেও অনেক টাকা পয়সা চাদাবাজি করেছে।ত্রাণের তালিকা সঠিকভাবে যাচাই বাছাই করলে আরও অনেক ভূয়া নাম পাওয়া যাবে বলে তিনি পুণরায় যাচাই করার অবেদন জানান।
এনিয়ে অভিযুক্ত মেম্বর টুটুলের সাথে আলাপকালে তিনি জানান, তালিকানুযায়ী  সকলেই চাল গ্রহন করেছে। আমার কাছে চাল বিতরণের ভিডিও রয়েছে। আমি সব দেখাতে পারবো। অভিযোগ খন্ডনে তিনি বলেন, কিবরিয়ার চাল পরিবর্তে তার ভাই বকর উত্তোলন করেছে।হেলালের পরিবর্তে তার ছোট মা মিনা উত্তোলন করেছে। শাহজাহানের নামের তালিকা পরিবর্তন করা হয়েছ্।ে এছাড়া জুবায়ের ও লালচঁাদের নাম কোন তালিকাতে নেই।এদের নাম পরিবর্তন করে অন্যদের দেয়া হয়েছে।  তবে মাষ্টার রোলে তাদের টিপসহি কিভাবে দেয়া হলো এর জবাব তিনি দেননি।
এব্যপারে কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা জানান,  আমরা স্বচ্ছতার ভিত্তিতে ত্রাণের মালামাল বিতরণ করেছি। মানুষ ভুলের উর্দ্ধে নয়। দু’একটি ভুল হতেই পারে। তালিকাভুক্ত একজনের ত্রাণ  তার নিকটাত্মীয় তার ভাই, মা, বোন নিয়ে যেতে পারে। দুজন ট্যাগ অফিসারের সাক্ষাতে ত্রাণ বিতরণ করা হয়েছ্।এছাড়া তালিকার ক্ষেত্রে যেটা হয়েছে, তার বর্ণনা দিতে গিয়ে চেয়ারম্যান আরও বলেন, একজনের  পাকা বাড়ী রয়েছে কিন্তু কর্মহীন হয়ে পড়ায় তার পরিবারে খাবার নেই সেক্ষেত্রে তার নামটা দেয়া হয়েছে। এটা অপরাধের কিছু না।তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট মেম্বরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, গ্রামে প্রতিপক্ষ থাকে। আপনারা জাতির বিবেক,মিথ্যা সংবাদ প্রকাশ করে যেন সরকারের ভাবমূর্তি নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন।
এব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার দিলারা রহমান জানান, ত্রাণ বিতরণে কোনরকম অনিয়ম করা যাবে না। যদি অনিয়ম হয়ে থাকে প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যস্থা নেয়া হবে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888