সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন বগুড়া জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন বগুড়ায় বিএএফ শাহীন স্কুলের বাসের ধাক্কায় এক ভ্যান চালক নিহত বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা কমিটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কর্তন ও আলোচনা সভা ঝিনাইগাতী ক্ষতবিক্ষত গারো পাহাড়ের চিত্র পাল্টাতে কাজ শুরু বন বিভাগের।  বগুড়ায় প্রীতি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত। বগুড়া ধুনটের ফৌজিয়া বিথী পেলেন “আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২” বগুড়ায় ডিবি’র মাদক বিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার – ২ বগুড়ায় ফার্মেসীর লাইসেন্স নিয়ে দেখতেন রুগী, অতঃপর জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা বগুড়ায় রেষ্টুরেন্টে জরিমানাসহ সিলগালা

দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম বরখাস্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ২৭০ ভিউ টাইম

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উনśয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-১ শাখার উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন গতকাল ২৭ অক্টোবর মঙ্গলবার স্বাক্ষরিত এক চিঠিতে এই বরখাস্তের কথা জানানো হয়। স্মারক নং-৪৬.০০.০০০০.০৬৩.২৭.০০৩.২০-৮৬৫ চিঠিতে বলা হয়েছে, দুপচাঁচিয়া পৌরসভার মেয়র বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বিরুদ্ধে গত ২৩ অক্টোবর ২০০৭ দুপচাঁচিয়া থানার মামলা নং-১৭/০৭, জি আর-৬/০৭ (দুদক), স্পেশাল মামলা নম্বর ৪/০৮ এর অভিযোগপত্র এবং গত ৮ সেপ্টেম্বর ২০১৭ দুপচাঁচিয়া থানার মামলা নম্বর ১০, ধারা ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন এর ৬(২) এর (ঈ)/১২, জি আর ১৫৯/১৭ (দুপ:) এর অভিযোগ পত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। এতে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) মোতাবেক যেক্ষেত্রে কোন পৌরসভার মেয়র অথবা কোন কাউন্সিলর অপসারণের কার্যক্রম আরম্ভ করা হইয়াছে অথবা তাহার বিরুদ্ধে ফৌজদারী মামলায় অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হইয়াছে, সেই ক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের বিবেচনায় মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী অথবা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন না হইলে, সরকার লিখিত আদেশের মাধ্যমে মেয়র অথবা কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করিতে পারিবে। এতে বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে গত ২৩ অক্টোবর ২০০৭ দুপচাঁচিয়া থানার মামলা নম্বর ১০, দুপচাঁচিয়া থানার মামলা নং-১৭/০৭, জি আর-৬/০৭ (দুদক), স্পেশাল মামলা নম্বর ৪/০৮ এর অভিযোগপত্র এবং গত ৮ সেপ্টেম্বর ২০১৭ সন্ত্রাস বিরোধী আইন এর ৬(২) এর (ঈ)/১২ জি আর ১৫৯/১৭ (দুপ:) এর অভিযোগ পত্রে বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হওয়ায় উক্ত পৌরসভার মেয়র কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে। সেহেতু স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম’কে দুপচাঁচিয়া পৌরসভার মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। 

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888