শিবগঞ্জ চন্ডিহারা মিতু হোটেলে পোঁচা বাসি খাবার পরিবেশন না করায় গরম তেলে হত্যার চেষ্টা আটক ১ ! ভোরের সকাল
-
আপডেট টাইম :
বুধবার, ২ জুন, ২০২১
-
২৮২
ভিউ টাইম
আতাউর রহমান
বগুড়ার চন্ডিহারা কোয়লীপাড়া রাস্তা সংলগ্ন মিতু হোটেলে পোঁচা ও বাসি খাবার পরিবেশন না করায় গরম তেল ঢেলে হত্যা করার চেষ্টা,এক অসহায় মহিলা কে থানায় অভিযোগ, বিবাদী ১নং মুন্টু মিয়া(৩৫) আটক, ২ ও ৩ নং বিবাদী ধরা ছোঁয়ার বাহিরে
অভিযোগ সুত্রে জানা যায় যে, ০১/০৬/২০২১ইং সকাল ১০.০০ঘটিকায় সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা কোয়লীপাড়া রাস্তা সংলগ্ন মিতু হোটেলে বাসী ও পোঁচা খাবার পরিবেশন না করায় বাদী মোছাঃ জাহেদা বেগম (৫৭) স্বামী মোঃ জহুরুল মন্ডল, সাং আত্রায়, থানা- কালাই, জেলা- জয়পুরহাটকে ২ নং বিবাদী ফারুক হোসেনের সংগে কথার কটাকাটি হয়, এক পর্যায় হোটেল মালিক ফারুকের নিদের্শে মুন্টু মিয়া পিতা- ছাবের আলী, গ্রাম- মাটিহাস, থানা-নন্দিগ্রাম, জেলা-বগুড়া গরম তেল ঢেলে দিলে ডান পার্শ্বের অংশ পুরে যায়, তখন সে চিৎকার করে মাটিতে ঢলিয়ে পরে হোটেল মালিক উপস্থিত থাকা স্বত্তে¡ও কোন সারা না পেয়ে স্থানিয় লোকজন অটো ভ্যান যোগে প্রথমে শিবগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে দেয়। পরে মহিলার অবস্তা আসংখ্য জনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফাড করে দেন এখন সে বার্ড ইউনিটে চিকিৎসাধীনবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে । এ বিষয়ে মেয়ে কাজলী বেগম বাদি হয়ে শিবগঞ্জ থানায় ১টি অভিযোগ দায়ের করে। অভিযোগ সুত্রে ধরে শিবগঞ্জ থানা পুলিশ এস আই বিরংগো ও এ এস আই উজ্জ্বল হোসেন সংগীয় ফোর্স সহ মুন্টু মিয়া(৩৫) কে আটক করে থানায় নিয়ে যায়। এ অভিযোগের ২ ও ৩ নং বিবাদী ধরাছোঁয়ার বাহিরে রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার এস আই বিরংগোর সাথে কথা বললে তিনি সাংবাদিকদের জানান অভিযোগ পেয়েছি, ১ জনকে আটক করা হয়েছে অন্যদেরকেও আটক করতে স্বক্ষম হইব।
দয়াকরে নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরী আরো খবর...
Leave a Reply