রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দুপচাঁচিয়ায় ভাগ্নিকে ধ র্ষণের অ ভিযোগে খালু গ্রে ফতার উপজেলা নির্বাচন ২০২৪ নোয়াখালী,বেগমগঞ্জ বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ কামারুজ্জামানের সমাধীতে আরসিআরইউ’র শ্রদ্ধা বগুড়ার সেরা ফটোগ্রাফার হিসেবে আইফোন জিতলেন আরিফ শেখ দুপচাঁচিয়ায় জোহাল মাটাইয়ে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন রাজশাহী কলেজ শিক্ষার্থীদের ভাবনায় গৌরবদীপ্ত বিজয় দিবস বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত আর্থিক সহায়তা প্রদান করলেন ফাঁপোর ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজের ক্যান্সার সেন্টার পরিদর্শন দুপচাঁচিয়ায় বিউটি পার্লারে অভিযান জরিমানা

বগুড়ায় ভাইরাল হওয়া সেই আলমগীর চাকরি পেলেন

  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৫ ভিউ টাইম

মিলন হোসেন / স্টাফ রিপোর্টার :

বগুড়ার ভাতের বিনিময়ে পড়ানোর বিজ্ঞাপন দেয়া সেই আলমগীর কবির যুবকের সাথে কথা বলেছেন বগুড়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী। আজ বুধবার ২ ফেব্রুয়ারি বেলা ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ে আলমগীরের সাথে কথা বলেন তিনি।
পুলিশের এই কর্মকর্তা সাংবাদিকদের ব্রিফিংয়ে সুদীপ কুমার চক্রবর্তী বলেন, মূলত সে কী কারণে এ ধরণের বিজ্ঞাপন দিয়েছে সেটি জানার জন্য তাকে ডেকেছিলাম। তার পারিবারিক অবস্থা এবং মাস্টার্স পাশ করার পরেও কেন চাকরি পায়নি- এ বিষয়গুলো সে বলেছেন। কর্মহীনতার ও পারিবারিক সমস্যার কারণে তার মধ্যে চরম মানসিক হতাশা কাজ করে- সেগুলো সে স্বীকার করেছে।

তিনি আরও বলেন, এ বিজ্ঞাপনের পেছনে কেউ আছে কিনা এবং এমনকি কোন হীন উদ্দেশ‌্য চরিতার্থ করার জন্য এ ধরণের কাজ করেছে কিনা এসব বিষয়ও আমরা নজরে রাখছি। কথা বলে যেটি মনে হয়েছে, তার একটি কাজের প্রয়োজন। আমরা দেখেছি, এই বিষয়টি গণমাধ্যমে প্রচার হওয়ার পর বিভিন্ন সংস্থা যোগাযোগ করছে তার কর্মসংস্থানের জন্য। আমরাও জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কর্পোরেট গ্রুপ যারা আছে, তাদের সাথে কথা বলেছি। আজকেও একটি বড় কর্পোরেট গ্রুপ তার সম্ভাব্যতা যাচাই করে দেখবে এবং তাদের প্রতিষ্ঠানে কোন পদে তার যোগ্যতা অনুযায়ী নিয়োগ করার সুযোগ থাকলে তারা সেই প্রক্রিয়া আজকেই সম্পন্ন করবে।

পুলিশ সুপার বলেন, বর্তমানে বাংলাদেশের যে উন্নয়ন সেটা কিন্তু প্রকাশিত এবং সকল জায়গায় কিন্তু সেই ছোঁয়া লেগেছে। আমরা দেখছি গ্রামীণ পর্যায়ের মানুষগুলোও কিন্তু অনেক বেশি স্বাবলম্বী। কোথাও কিন্তু ভাতের জন্য হাহাকার দেখি না। তারপরেও তার যে বিজ্ঞাপন এটি কিন্তু সবার মধ্যে কৌতুহল সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার- ‘উন্নয়নে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ চলছে’। মানুষের ভাতের নিশ্চিতের যে অঙ্গীকার, সেটি বাস্তবায়নের ক্ষেত্রে এরকম বিজ্ঞাপন কিন্তু ছেলেমানুষি সুলভ। এমন কার্যক্রম কিন্তু নেতিবাচক দৃষ্টিপাত করে। আমি সবাইকে বলবো, এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

পুলিশ সুপার আরও বলেন, তার এই বিষয়টিকে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছি এবং স্বাভাবিক কর্মসংস্থানের জন্য যা যা করণীয় জেলা পুলিশের পক্ষ থেকে অবশ্যই সেটা কার্যকরের চেষ্টা করা হবে।
আলমগীর কবিরের সাথে কথা বললে তিনি বলেন, তার যোগ্যতা অনুযায়ী সুইটেবল কোন চাকরি পেলে সে করবে।

এর আগে, বগুড়ার জহুরুল নগর এলাকার বিভিন্ন জায়গায় ‘শুধুমাত্র দু বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। এমন একটি পোস্টার সাঁটিয়ে দেন। সেই পোস্টারটি ভাইরাল হয়ে পড়ে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888